ফাইল চিত্র
শেষ আপডেট: 21st January 2025 23:59
দ্য ওয়াল ব্যুরো: ১৪ জানুয়ারি বাঘাযতীনে হেলে পড়ে একটি বহুতল। ধসে যায় ফ্ল্যাটটির একাংশ। হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল বলে জানা যায়। এই ঘটনায় কলকাতা পৌরসভায় মামলা দায়ের হয়। তদন্ত শুরু হয়। পৌরসভার বিল্ডিং বিভাগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পর্যবেক্ষণের পর একটি রিপোর্ট পুর কমিশনার ধবল জৈনকে জমা দিল। উঠে এল একাধিক বেনিয়মের অভিযোগ।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মাটির পরীক্ষার রিপোর্ট করা হয়নি, যথোপযুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়নি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়েই কাজ চলছিল। কলকাতা পৌরসভা থেকেও কাজের ব্যাপারে কোনও অনুমতি নেওয়া হয়নি। এমনকি হাইড্রোলিক জ্যাক দিয়ে লিফ্টিংয়ের যে কাজ চলছিল তাও নিয়ম না মেনেই করা হচ্ছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
এছাড়াও ফ্ল্যাটটির জমি আগে জলাশয় ছিল না বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। তবে বাড়ি তৈরিতে কোনওরকম অনুমতি নেওয়া হয়নি। আর এই সমস্ত কাজের জন্য সরাসরি প্রোমোটারকেই অভিযুক্ত করা হয়েছে পৌরসভার রিপোর্টে। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শো-কজ করা হয়েছে।
স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন হাইড্রোলিক জ্যাক দিয়ে ফ্ল্যাটটি উঁচু করার বিষয়ে তাঁর মত ছিল না। আপত্তি আগ্রহ্য করেই এই কাজ হচ্ছিল বলে অভিযোগ করেন। এদিকে, স্থানীয় বাসিন্দারাও কম দা মী বা নিকৃষ্টমানের সামগ্রী দিয়ে এই বহুতল তৈরি করার অভিযোগ তোলেন। সব মিলিয়ে তদন্ত শুরু হয়।