শেষ আপডেট: 26th September 2024 17:20
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাত দখল করেছেন মেয়েরা। চারিদিকে একটাই চিৎকার, 'উই ওয়ান্ট জাস্টিস'। এবার সেই আওয়াজ সহ আরও একাধিক প্রতিবাদে লক্ষ কণ্ঠের আওয়াজ উঠবে ‘রাস্তা দখল’ মহামিছিলে।
১ অক্টোবর বিকেল ৫টা নাগাদ কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্রসদন পর্যন্ত রাস্তা দখল করবে একাধিক সংগঠন। তাঁদের স্লোগান ‘লক্ষ কণ্ঠ রাজপথে, সব প্রতিবাদ একসাথে’।
এই রাস্তা দখল মহামিছিলে উপস্থিত থাকবে, ডাক্তার সংগঠন থেকে শুরু করে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান সমর্থকরা। থাকবে রিকশাচালক, যৌনকর্মী, যাদবপুর-প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও। দেবীপক্ষের আগের রাতেই রাস্তায় নামছে প্রায় পঞ্চাশটি গণসংগঠন।
৯ অগস্টে আরজি করে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে আক্ষরিক অর্থেই 'মিছিলনগরী' হয়ে উঠেছে কলকাতা। এখনও অবধি শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি হয়েছে। পথে নেমেছেন আট থেকে আশি। এবার ফের একবার মহামিছিলের সাক্ষী হবে কলকাতা।
প্রসঙ্গত, ক'দিন আগেই ইএম বাইপাসের হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল নাগরিক সমাজ। শহরের বিভিন্ন রাস্তা, ক্রসিং মিলিয়ে মোট ৪২ কিলোমিটার পথ অতিক্রমে করে মিছিল। বিচারের দাবিতে মিছিলে পা মেলান সমাজের বিভিন্ন স্তরের মানুষ।