শেষ আপডেট: 26th January 2025 20:24
দ্য ওয়াল ব্যুরো: ন্যাকের মূল্যায়নে গ্রেড এ প্লাস পেল রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন কলেজ। পরিদর্শক হিসাবে যাঁরা এসেছিলেন, তাঁরা তাঁদের রিপোর্টে কলেজটিকে ছাত্রীদের সার্বিক উন্নয়নের নিরিখে একটি 'আদর্শ প্রতিষ্ঠান' (model institution) বলে উল্লেখ করেন। এই কলেজ অতি আধুনিক শিক্ষাপদ্ধতির সাথে ভারতীয় ঐতিহ্যের যে মেলবন্ধনকে সযত্নে রক্ষা করে চলেছে, সেটি পরিদর্শক দলকে বিশেষভাবে মুগ্ধ করে।
কলেজে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠক্রমের সঙ্গে বৃত্তিমুখী অনেকগুলি বিষয়ে পাঠ দেওয়া হয় এই কলেজে। অতিরিক্ত পাঠক্রম হিসেবে নাচ, গান, আবৃত্তি, নাটক, চিত্রাঙ্কন, ক্যারাটে, যোগব্যায়াম ইত্যাদিও শেখানো হয়। এর জন্য ছাত্রীদের থেকে কোনওরকম অতিরিক্ত ফি নিতে হয় না। আছে বাধ্যতামূলক কম্পিউটার এবং স্পোকেন ইংলিশ শেখার ব্যবস্থা।
স্বামী বিবেকানন্দের স্বপ্ন ছিল মেয়েদের জন্য তিনি বেলুড় মঠের মতই সারদা মঠ স্থাপন করবেন। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর প্রথম স্বাধীন সন্ন্যাসিনী সঙ্ঘ শ্রীসারদা মঠ। সেই মঠেরই একটি শাখা কেন্দ্র হল রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন মহিলা কলেজ। প্রতিষ্ঠিত হয় ১৯৬১-তে।
বর্তমানে কলেজের নিজস্ব হস্টেলে ১৮০ জন ছাত্রী রয়েছে। প্রাকৃতিক পরিবেশে, কম খরচে সন্ন্যাসিনীদের তত্ত্বাবধানে জীবন গড়ে তোলার সুযোগ পায় প্রত্যেক পড়ুয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কলেজ ক্যাম্পাসে সবুজ সংরক্ষণ করা হয়। রয়েছে ফুলের বাগান, সবজির বাগান, ভেষজ উদ্যান। নাগেরবাজার সংলগ্ন অঞ্চলে একদিকে বাগজোলা খালের পাশের ঘনবস্তি অন্যদিকে কংক্রিটের জঙ্গলের মাঝে এই কলেজ যেন একটি মরুদ্যান। যার প্রশংসা করেছেন ন্যাকের প্রতিনিধিরাও।