শেষ আপডেট: 9th August 2024 11:21
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মরদেহ সারারাত রাখা হয়েছিল পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু পরই তাঁর মৃতদেহ বের করা হয় সেখান থেকে। শোকযাত্রা করে যাচ্ছে বিধানসভার দিকে। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানানো হবে।
দুপুর ১২টায় বুদ্ধবাবুর মরদেহ নিয়ে যাওয়া হবে মুজফফর আহমেদ ভবন, সেখানে ৩.১৫ মিনিট পর্যন্ত তাঁর দেহ শায়িত থাকার কথা। সেখান থেকে দীনেশ মজুমদার ভবন এবং তারপর দেহদানের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে আসা হবে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বিকেল ৪টেয় হবে দেহদান।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে জানান, তাঁকে গান স্যালুট দেওয়া হবে। তবে আদৌ বুদ্ধবাবুর পরিবার তাতে সম্মতি জানাবে কিনা সে নিয়ে সন্দেহ আছে। কারণ দলের তরফ থেকে যে কর্মসূচি প্রকাশ করা হয়েছে তাতে গান স্যালুটের উল্লেখ নেই।
বিধানসভায় শুধুমাত্র সিপিএম কর্মী-সমর্থক বা নেতারা নন, রাজ্যের শাসক দল সহ অন্যান্য দলের নেতারাও উপস্থিত থাকবেন তাঁকে শ্রদ্ধা জানাতে। সূত্রের খবর, সকাল ১১টার পর বিধানসভা যাবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি কংগ্রেস, বিজেপির বহু নেতা, বিধায়কও বিধানসভায় আসবেন।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কয়েক মাস আগে শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। চিকিৎকসদের পরামর্শ ছিল তিনি কিছুদিন হাসপাতালেই পর্যবেক্ষণে থাকুন। কিন্তু নিজের বাড়িতেই ফিরে যেতে চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই বাড়িতে চিকিৎসা চলছিল তাঁর। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ে নিজের দু-কামরার ছোট্ট ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধবাবু।