শেষ আপডেট: 19th September 2024 16:39
দ্য ওয়াল ব্যুরো: ফের কাজ শুরু হল ইস্ট ওয়েস্ট মেট্রোয়। রেল সূত্রের খবর, এই মুহূর্তে আর কোনও সমস্যা নেই। তাই দ্রুত কাজ সম্পন্ন করার চেষ্টা হচ্ছে।
বৌবাজার এলাকায় ইস্ট ওয়েস্ট মেট্রোর শেষ ধাপের কাজ চলছে। গত ৫ সেপ্টেম্বর দুর্গা পিতুরি লেনে মাটির তলা থেকে জল বের হওয়াকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। বন্ধ হয়ে গিয়েছিল মেট্রোর কাজ। এমনকী জলমগ্ন বাসিন্দাদের উদ্ধার করে স্থানীয় হোটেলেও রাখার ব্যবস্থা করতে হয়েছিল মেট্টো কর্তৃপক্ষকে।
ওই ঘটনার পর এলাকা পরিদর্শনে এসে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখেও পড়েছিলেন কেএমআরসিএল এর এমডি অনুজ মিত্তল। সেই সময় এমডি জানিয়েছিলেন, সংশ্লিষ্ট এলাকার মাটি খারাাপ। সেকারণেই ওয়াটার লিকেজের ঘটনা ঘটেছে।
এরপরই মাটি পরীক্ষা করে সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে বলে খবর। তারপর ফের নতুন উদ্যোমে শুরু হয়েছে মেট্র্রো কাজ। জানা গেছে, ১৫ কিলোমিটার সুড়ঙ্গের মধ্যে মাত্র ২০০ মিটার এলাকায় সমস্যা দেখা দিয়েছিল।
প্রায় দু'বছর আগে বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কিছু বাড়িতে ফাটল ধরেছিল। পরে দেখা যায় ওই এলাকায় মেট্রো রেলের সুড়ঙ্গে সমস্যার জন্যই ওই ফাটল দেখা গিয়েছে। মেট্রোরে লের তরফে এর পর ওই এলাকার সুড়ঙ্গের ভিতর কংক্রিট ঢেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়। নিরাপত্তার কারণে বাসিন্দাদের সাময়িকভাবে হোটেলেও রেখেছিলেন মেট্রো কর্তৃপক্ষ।
সেপ্টেম্বরের গোড়ায় ফের বিপত্তি দেখা দেওয়ায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি কোথাও কোনও সমস্যা হলে দ্রুত সমাধানের লক্ষ্যে মেট্রোর ইঞ্জিনিয়র এবং স্থানীয় লোকজনকে নিয়ে একটি কমিটিও গড়ে দিয়েছেন কেএমআরসিএল এর এমডি অনুজ মিত্তল। সূত্রের খবর, স্থানীয়দের সম্মতি নিয়েই দ্রুত গতিতে এগোচ্ছে মেট্টোর কাজ।