শেষ আপডেট: 6th November 2024 12:54
দ্য ওয়াল ব্যুরো: ছট পুজোর জন্য বুধবার থেকেই বন্ধ থাকছে রবীন্দ্র এবং সুভাষ সরোবর। এনজিটির নির্দেশ মতো রবীন্দ্র সরোবর বা সুভাষ সরোবরে ছট পুজোর কাজ করা যাবে না। সেই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে এই দুই লেক। পাশাপাশি লেক চত্বরে মোতায়েন করা হচ্ছে বিশাল সংখ্যক পুলিশবাহিনী। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্যই এই সিদ্ধান্ত।
বুধবার রাত ৮টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর লেক। সুভাষ সরোবরের ক্ষেত্রেও একই নিয়ম লাগু করা হয়েছে। ছট পুজো চলাকালীন এই দুই লেকে কেউ ঢুকতে পারবে না। পাশাপাশি দুই লেক মিলিয়ে অন্তত ১৫০ পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যেকটি প্রবেশদ্বারে অ্যাসিস্টেন্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে থাকবে পুলিশবাহিনী।
গত বুধবার ছট পুজো নিয়ে কলকাতা পুরসভার জরুরি বৈঠক হয় মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে। সেখানে উপস্থিত ছিলেন রেল, পোর্ট ট্রাস্ট, পিডাবলুডি, দমকল, সিইএসসি, নেভি এবং কলকাতা পুলিশের আধিকারিকরা। কীভাবে কাজ করবে প্রশাসন তার রূপরেখা ঠিক করতেই এই বৈঠক হয়। গঙ্গার ঘাট ছাড়াও বিভিন্ন ঝিল ও জলাশয়ে ঘাট সহ উপযুক্ত পরিকাঠামো তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে।
মেয়র ফিরহাদ হাকিম সেই বৈঠকেই জানান, কেএমডিএ-র ৪০টি ঘাট রয়েছে এছাড়া কলকাতা পুরসভা অস্থায়ীভাবে ১৮টি ঘাট তৈরি করেছে। পাশাপাশি স্থায়ীভাবে রয়েছে ২২টি ঘাট। অন্যদিকে দই ঘাটেও অন্যান্য বছরের মতোই ব্যবস্থাপনা করবে কলকাতা পুরসভা।
ছট পুজোতে কোনও ঘাটে এসে যাতে কারও কোনও সমস্যা না হয়, কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আগে থেকে যে সব ঘাটে শ্যাওলা বা নোংরা জমে আছে সেগুলি পরিষ্কার করে দেওয়া হবে বলেই নিশ্চিত করেছেন মেয়র। তিনি এও জানান, ঘাটগুলিতে পর্যাপ্ত আলো এবং নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হবে।
ছট পুজোর জন্য সার্কুলার রেলের একাধিক ট্রেন বাতিল এবং বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। আবার কিছু ট্রেন নির্দিষ্ট স্টেশন থেকে না ছেড়ে অন্য স্টেশন থেকে ছাড়া হবে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার এই লাইনের যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেই প্রেক্ষিতে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।