রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
শেষ আপডেট: 11th April 2025 15:19
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি-র (SSC) চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জ, লাথি মারার প্রতিবাদে শুক্রবার কালো ব্যাজ পরে ক্যাম্পাসে ঢুকলেন রবীন্দ্রভারতীর অধ্যাপকরা (Rabindrabharati University)।
সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের বরাভয় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক ৭২ ঘণ্টার মধ্যেই চাকরিহারারা কসবার ডিআই অফিস অভিযান করলে সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চাকরিহারাদের উপর কোন অপরাধে পুলিশ লাঠিচার্জ করল, লাথি মারল সেই নিয়ে এখন রাজ্য-রাজনীতি তোলপাড়। এই পরিস্থিতিতে ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন কালো ব্যাজ পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকলেন অধ্যাপকরা।
বুধবার কসবায় স্কুল পরিদর্শকের (ডিআই) সঙ্গে দেখা করে স্মারকলিপি দিতে চেয়েছিলেন চাকরিহারারা (SSC Job Cancel)। কিন্তু তিনি দফতরে ছিলেন না। অভিযোগ, আচমকা কয়েক জন বিক্ষোভকারী ডিআই দফতরের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশ জানায়, এই সময়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে 'হালকা বলপ্রয়োগ' করতে হয়েছে। সেই হালকা বল প্রয়োগের নমুনা, বেধড়ক মার, লাথি, ধাক্কা।
কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, "ওই ভাবে লাথি মারা কখনওই কাম্য নয়। পুলিশকর্মীদের বলাই হয়েছে, এ রকম যাতে কিছু না ঘটে।" কিন্তু নগরপালের বক্তব্য, যে ছবি-ভিডিও দেখানো হচ্ছে, তা সম্পূর্ণ নয়। আগে-পিছনে আরও কিছু রয়েছে। পুলিশেরও ছ'জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে চার জন পুরুষ এবং দু'জন মহিলা। পরিস্থিতি বোঝানোর জন্য বৃহস্পতিবারও ভিডিও প্রকাশ করা হয়।
বস্তুত, এসএসসির দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। অভিযোগ, যোগ্য-অযোগ্য আলাদা করা যায়নি। ফলে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। এর ফলে যোগ্যরাও অনেকে এখন চাকরিহারা। চাকরি ফেরানোর দাবিতে তাঁরা পথে নেমেছেন। অনশনে বসেছেন। আজও গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত।