শেষ আপডেট: 2nd October 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: দশ হাতে অস্ত্র, সঙ্গে ছানা পোনা নিয়ে প্রতিবছরই মর্তে আসেন দেবী দুর্গা। তাঁর এই অবয়ব দেখেই ছোটবেলা থেকে অভ্যস্ত আমরা। কিন্তু থিমের রমারমায় দেবীর মূর্তি নিয়ে কাটাছেঁড়া হয়েছে। মা দুর্গার বিভিন্ন রূপ দেখা গেছে। কিন্তু শহরের এমন আবহে মা যে লজ্জা পেয়েছেন। সন্তানকে বাঁচাতে না পেরে মুখ ঢেকে ফেলেছেন তিনি। দশ হাতে অস্ত্র নেই, মায়াভরা মুখে রয়েছে কষ্ট ও লজ্জার চাপ। বলছি কলকাতার এক পুজোর থিমে মা দুগ্গার নতুন রূপের কথা।
আর জি করে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। অগস্ট মাসের এই ঘটনায় হইচই পড়ে যায় দেশে। আন্দোলন, প্রতিবাদে গর্জে ওঠে শহর। বিচারের দাবিতে পথে নামেন সমস্ত শ্রেণির মানুষ। বুধবার মহালয়ার ভোরেও 'ভোর দখল' হয়। ফের দুপুরে পথে নামেন মানুষজন। এরই মধ্যে শিরোনামে উঠে আসে এই খবর। ভাল নেই শহর, মা কী তাঁর সন্তানের এই অবস্থা দেখে ভাল থাকতে পারেন!
তাই তো লজ্জায় মুখ ঢেকেছেন তিনি। দু'হাত দিয়ে মুখ ঢেকেছেন। তাঁর এই অবয়ব সমাজে বিশেষ বার্তা দেবে বলে মনে করছেন অনেকেই। এমন মায়ের ছবি এক্স হ্যান্ডেলে ভাইরাল হতেই একজন লেখেন, 'মহিলাদের নিরাপত্তা প্রয়োজন, এই নিয়ে ছবিটি সকলকে সচেতন করবে।'
এনিয়ে কাঁকুড়গাছির শ্রী শ্রী সরস্বতী ও কালী মাতা মন্দির পরিষদ পুজো কমিটির তরফে জানানো হয়েছে, 'এই প্যান্ডেলের থিম লজ্জা। শহরে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা থেকেই অনুপ্রাণিত। মায়ের শহরে এমন ঘটনায় লজ্জিত তিনি। তাই ঢেকেছেন চোখ।'
এখানেই শেষ নয়। পুজো কমিটির এক সদস্য বলেন, 'রাজ্যে যে ধরনের অরাজকতা চলছে তাকে সামনে আনতেই এই থিম।'
বিষয়টিকে অনেকে বাহবা জানালেও নেগেটিভ কমেন্টও কম পড়েনি। এনিয়ে একজন এই সংক্রান্ত পোস্টের কমেন্টে লেখেন, 'এমন এক মূর্তির সামনে কীভাবে অষ্টমিতে অঞ্জলি দেব।'
পুজো কমিটির তরফে অবশ্য জানানো হয়েছে, এই মূর্তিতে পুজো হবে না। পুজোর জন্য আলাদা মূর্তির ব্যবস্থা করা হয়েছে।