শেষ আপডেট: 3rd January 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: বিষয়টি 'ধরে আনতে বললে, বেঁধে আনার মতো হল না তো?' ট্রাফিক হয়রানি প্রশ্নে বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে পুলিশকে মুখ্যমন্ত্রীর ধমক এবং তার পরেই পুলিশের তরফে মা উড়ালপুল নিয়ে জারি করা নির্দেশিকা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে জনমানসে।
বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে পুলিশকে ভর্ৎসনা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'সন্ধ্যার পর মা উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের কেবল একটাই কাজ, বন্ধ করে দেওয়া।'
মমতা এও বলেন, 'কোনও ভিআইপি গেলে বাড়িঘর দোকানপাট সব বন্ধ করে দেয়। সেসব চালু রেখে কি করা যায় না? মা ফ্লাইওভার, এজেসি বোস রোডে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগ বেধে দিতে হবে। ফাঁকা জায়গা ব্লক করতে হবে যাতে কেউ গাড়ি না ঘোরাতে পারেন।'
এরপরই শুক্রবার পুলিশের তরফে এক নির্দেশিকায় জানানো হয়, এখন থেকে মা উড়ালপুলে ২৪ ঘণ্টা বাইক চলাচল করতে পারবে। তবে শর্ত একটাই, নিষেধাজ্ঞা উঠলেও বাইকের গতি নিয়ন্ত্রণে রাখতে হবে, বিধিভঙ্গ হলেই জরিমানা করা হবে।
পুলিশের এই নির্দেশিকা সামনে আসতেই জনমানসে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। প্রসঙ্গত, শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষের দ্রুত যাতায়াতের জন্য তৈরি করা হয়েছিল ৭.৫ কিমি দীর্ঘ মা উড়ালপুল। এক সময় রাত বাড়লেই মা উড়ালপুলে বাড়ত বেপরোয়া চালকদের দৌরাত্ম্য। ভয়াবহ দুর্ঘটনায় সেতু থেকে বাইক নীচে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। একাধিক দুর্ঘটনা এবং প্রানহানির জেরে এরপরই প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় রাত ১০টা থেকে পর দিন সকাল ৬টা পর্যন্ত উড়ালপুলের উপর দিয়ে বাইক চালানো যাবে না।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ধমকের পর এবার সেখানে ২৪ ঘণ্টা বাইক চালানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে পুলিশ। যা নিয়ে জনমানসে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শহরবাসীর মতে, এর ফলে আবার বাড়বে দুর্ঘটনার সংখ্যা। তাঁদের কথায়, "শহরবাসীর সমস্যার কথা ভেবেই মুখ্যমন্ত্রী হয়তো প্রশ্ন তুলেছেন। তবে পুলিশের উচিত ছিল এতটা তাড়াহুড়ো না করে সময় নিয়ে পদক্ষেপ করা।"
পাল্টা মতও উঠে আসছে। কলকাতা পুলিশের প্রাক্তন পদস্থ কর্তা মৃত্যুঞ্জয় কুমার সিং দীর্ঘদিন শহরের ট্রাফিকের দায়িত্বে ছিলেন। টেলিফোনে দ্য ওয়ালকে তিনি বলেন, "কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্নই নেই। তাঁরা নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। তা না হলে কেন তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করবেন।"
এ ব্যাপারে কলকাতা পুলিশের এক কর্তা বলেন, "রাস্তা থাকলে দুর্ঘটনাও হবে। শুধু পুলিশকে দোষারোপ করে লাভ নেই। পুলিশের নজরদারি রয়েছে, তবে মানুষজনকেও সতর্ক হতে হবে।"
এ ব্যাপারে তৃণমূলের প্রথম সারির এক নেতা অবশ্য বলছেন, "মুখ্যমন্ত্রী কখনই বলেননি সারা রাত মা উড়ালপুলে বাইক চালাতে দিতে হবে। এমন নির্দেশিকা জারি করার আগে পুলিশের উচিত ছিল আর একবার কথা বলে নেওয়া। এখন দুর্ঘটনা বাড়লে সেই তো সরকারকে প্রশ্নের মুখে পড়তে হবে।"