Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Bhalobasa Calling

পিআরএস গ্রুপের আয়োজনে অকাল ভ্যালেন্টাইন্স ডে 'ভালবাসা কলিং'

উদ্যোক্তাদের কথায় যেমন রামচন্দ্র অকাল বোধন করেছিলেন,  ঠিক তেমন ১৪-র বদলে ১৬ ফেব্রুয়ারি নিউটাউন নজরুল তীর্থ এম্পিথিয়েটার হলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল 'ভালবাসা কলিং'।

পিআরএস গ্রুপের আয়োজনে অকাল ভ্যালেন্টাইন্স ডে 'ভালবাসা কলিং'

অনুষ্ঠানের ছবি

শেষ আপডেট: 18 February 2025 11:18

দ্য ওয়াল ব্যুরো: এখন ভালবাসার মরশুম। সামনে আবিরের উৎসব, চলে গেল বসন্ত পঞ্চমী। কিন্তু ভালবাসা তো দিন দেখে হয় না। বরং তাকে জড়িয়ে নিতে হবে প্রতিদিনের যাপনে।

আর তাই পিআরএস আয়োজন করেছিল অকাল ভ্যালেন্টাইন্স ডে,  যার নাম 'ভালবাসা কলিং'। উদ্যোক্তাদের কথায় যেমন রামচন্দ্র অকাল বোধন করেছিলেন,  ঠিক তেমন ১৪-র বদলে ১৬ ফেব্রুয়ারি নিউটাউন নজরুল তীর্থ এম্পিথিয়েটার হলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল 'ভালবাসা কলিং'।

অনুষ্ঠানে যেমন বিশেষভাবে সক্ষম শিশুরা ছড়িয়ে দিয়েছে ভালবাসার আবির। তেমনই ব্যস্ততম ডাক্তার অর্ণব গুপ্ত গানে গানে বললেন ভালবাসার গল্প। ছিল কবিতা, গান, নাচের বিভিন্ন অনুষ্ঠান।

আরও এক অভিনব পরিবেশনা দেখা যায় গীতিকার সাহিত্যিক বাচিক শিল্পী ঝর্ণা ভট্টাচার্য্য ও সুজয় রুদ্র-এর কথা, কবিতায়, গানের কোলাজে।

এছাড়া নৃত্য পরিবেশন করেন অঙ্কিতা ভট্টাচার্য, শালিনী মুখোপাধ্যায় এবং শ্রবণা মিত্র দাস। সঙ্গীতে ছিলেন ভাস্বতী দত্ত, শর্মিষ্ঠা গুপ্ত, সুভাষ মোহান্তি, জয়া সরকার। উপস্থিত ছিলেন জাগৃতি ধামের কর্ণধার অনিন্দ্য দাস।

উদ্যোক্তাদের কথায় ভালবাসাকে কোনও একটা খাঁচায় বন্দি না করে সমস্ত আঙ্গিকে ছড়িয়ে দেওয়ার জন্যই অঙ্গীকারবদ্ধ অনুষ্ঠান ছিল ভালবাসা কলিং।


ভিডিও স্টোরি