শেষ আপডেট: 15th October 2024 19:44
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সন্ধ্যায় ধর্মতলায় মানববন্ধন কর্মসূচি নিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে সেই মানববন্ধনের মধ্যেই শ্রীভূমির প্রতিমার গাড়ি ঢুকে যায়। রানি রাসমণি রোড এবং রেড রোডের মাঝে ব্যারিকেড দেওয়া হয়েছিল। কারণ একই সময়ে জুনিয়র ডাক্তারদের কার্নিভাল এবং পুজোর কার্নিভাল হয়েছে। দুয়ের মধ্যে দূরত্ব বজায় রাখতে চাইলেও তা শেষমেশ রাখা যায়নি। উল্টে শ্রীভূমির প্রতিমার গাড়ি ঘিরে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তোলেন প্রতিবাদীরা। রাজ্যের মন্ত্রীকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।
ওয়াই চ্যানেলে যে সময়ে মানববন্ধন কর্মসূচি হচ্ছিল সেই সময়ই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমার গাড়ি ঢুকে পড়ে সেখানে। তার পিছনেই ছিল রাজ্যের মন্ত্রী সুজিত বসুর গাড়ি। তাঁর অভিযোগ, আন্দোলনকারীরা গাড়িতে চড়-থাপ্পর মেরেছেন, এমনকী বোতল পর্যন্ত ছোড়া হয়েছে গাড়িতে। স্থানীয় সূত্রে খবর, কয়েকশো মানুষ তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন। তবে মন্ত্রী গাড়ি থামাননি। সংবাদমাধ্যমে সুজিত জানিয়েছেন, উত্তেজনা বাড়াতে চাননি বলেই তিনি কোনও পদক্ষেপ নেননি। গাড়িও থামাননি। তাঁর কথায়, আন্দোলনকারীদের থেকে পুজোর লোক বেশি ছিল সেখানে। বিরূপ কোনও ঘটনা ঘটে যেতেই পারত।
আন্দোলনকারীরা পাল্টা অভিযোগ করেন, মানববন্ধনে ব্যাঘাত ঘটানোর জন্য প্রশাসনের তরফে ইচ্ছা করে ওই প্রতিমার গাড়ি তাঁদের কর্মসূচির রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর মন্ত্রীর গাড়ি প্রায় লোকের পায়ের ওপর দিয়ে যাচ্ছিল। তাই উত্তেজনা আরও বাড়ে।
অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের 'দ্রোহের কার্নিভাল'-এ বাধা দেওয়ার অভিযোগ ওঠে কলকাতা পুলিশের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়।
চিকিৎসকদের ডাকা মানববন্ধন কর্মসূচিতে হাজির হয়েছিলেন প্রচুর সাধারণ মানুষও। অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ডিসি সেন্ট্রাল কিছু বলেন। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতা। রীতিমতো চারিদিক থেকে পুলিশ কর্তাদের ঘিরে ফেলে গো ব্যাক স্লোগান শুরু হয়।