শেষ আপডেট: 12th September 2024 11:50
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের বিরোধিতায় পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। প্রায় দেড় দিন ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে অনড় তাঁরা। কিন্তু প্রতিবাদের মাঝেও ডাক্তাররা নিজেদের কাজ ভোলেননি। মধ্যরাতে অসুস্থ হয়ে পড়া এক মহিলা পুলিশকর্মীর চিকিৎসা করে সুস্থ করলেন কয়েকজন মিলে।
রাজ্য সরকার তো বটেই, পুলিশের ওপরও কম ক্ষোভ নেই ডাক্তারদের। কিন্তু যখন মানবসেবার প্রসঙ্গ আসে তখন ডাক্তারদের ধর্ম পালন করতেই হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। বুধবার মধ্যরাতে স্বাস্থ্যভবন এলাকায় কর্তব্যরত এক মহিলা পুলিশ কর্মী আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। এদিকে নিজের কাছে ইনহেলারও ছিল না। এই অবস্থায় দ্রুত তাঁর চিকিৎসা শুরু করেন সেখানে অবস্থান-বিক্ষোভে থাকা কয়েকজন জুনিয়র ডাক্তার।
আন্দোলনকারীরা জানিয়েছেন, বিক্ষোভ চলায় সেখানে একাধিক পুলিশকর্মী ছিলেন। তাঁরা নিজেদের দায়িত্ব পালন করছিলেন। এই সময়ই হঠাৎ এক মহিলা পুলিশ কর্মী শ্বাসকষ্টের সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে যান। তাঁকে দেখতে পেয়ে কয়েকজন ডাক্তার ছুটে যান। নিজেদের সঙ্গে থাকা মাইক ব্যবহার করে ইনহেলার চান। বিক্ষোভকারীদের মধ্যে থেকেই কেউ তা এগিয়ে দেয়। অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে চলে অ্যাম্বুল্যান্সও। ফলে মহিলা অফিসারের বড় কোনও ক্ষতি হয়নি। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়।
View this post on Instagram
এই ঘটনায় ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেছেন ওই মহিলা পুলিশ কর্মী। তাঁর কথায়, জুনিয়র ডাক্তাররা না থাকলে তাঁর হয়তো বাঁচা মুশকিল হত। এদিকে, জুনিয়র ডাক্তাররা বলছেন, যতই আন্দোলন হোক, পুলিশের ওপর ক্ষোভ হোক, দিনের শেষে তো তাঁরা ডাক্তারই...