শেষ আপডেট: 30th September 2024 12:38
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছেন জুনিয়র ডাক্তাররা। হাসপাতালের সামনে ধর্নায়ও বসেছেন। এরই মধ্যে এবার সেখানে এমবিবিএস ডাক্তারদের ক্লাস নেওয়া শুরু করলেন আন্দোলনকারী ডাক্তাররা।
ক'দিন আগেই স্বাস্থ্যভবনের সামনে টানা ধর্না দিয়েছিলেন। রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার বৈঠক করে প্রশাসনিক পদে বেশ কিছু বদলও ঘটাতে পেরেছেন তাঁরা। যদিও এখনও নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তাররা। তারই মধ্যে সাগর দত্তের ঘটনায় শোরগোল পড়ে গেছে। আজ সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার শুনানি। সেদিকের নজর সব পক্ষের।
এই আবহের মধ্যেই এবার আরজি কর হাসপাতালের সামনে ধর্না অবস্থানে এমবিবিএসের দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের ক্লাস নেওয়া শুরু করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। চিকিৎসকদের কথায়, 'আমাদের ছাত্র-ছাত্রীরাই আগামীর ডাক্তার। আন্দোলনে তাঁরাও আছেন আমাদের সঙ্গে। কিন্তু এটাও তো আমাদের মাথায় রাখতে হবে যাতে তাঁদের পড়াশোনায় কোনও প্রভাব না পড়ে। সে জন্যই আমরা চিকিৎসকরা চাইছি ওঁদের পড়াশোনার দিকটা যেন বজায় থাকে। সেই কারণেই ওঁদের যা সিলেবাস আছে তা শেষ করতে চাইছি। পড়াশোনা থেকে যেন সরে না আসেন তাঁরা সেটাও নিশ্চিত করার চেষ্টা করছি।'
প্রসঙ্গত, আন্দোলনকারী চিকিৎসকরা এও জানিয়ে দেন, এখনও তাঁদের মুখ্য দাবি নির্যাতিতা বিচার পাক। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে জড়িত তাদের দ্রুত শাস্তির কথাও বলেন তাঁরা।
এর আগেও আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো বলেছিলেন, এখনও তাঁরা সুপ্রিম কোর্টের ওপর আস্থা রাখছেন। কিন্তু বিচার পেতে বেশি দেরি হয়ে গেলে আস্থা রাখা মুশকিল হয়ে যাবে সে কথাও জানিয়েছিলেন। আজ সেই মামলার শুনানি শুরু হবে দুপুর দুটোয়। সবার নজর সেদিকেই।