প্রতীকী ছবি
শেষ আপডেট: 14th December 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই, এটা তাদের ব্যর্থতা। তাও সিবিআইয়ের প্রতি আস্থা রয়েছে। শনিবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের মিছিলে যোগ দিতে গিয়ে জানালেন আরজি করের নির্যাতিতার পরিবার।
৯০ দিন পেরিয়ে গেলেও আরজি করের নির্যাতিতার সুবিচার মেলেনি। তিন মাসের বেশি সময় পেরলেও এখনও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। উল্টে শুক্রবার জামিন পেয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল।
যার প্রতিবাদে শনিবার পথে নামে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। রানি রাসমণি অ্যাভেনিউতে জমায়েত হয়ে সিজিও কমপ্লেক্স অভিযান শুরু হয়। সেখানেই উপস্থিত ছিলেন নির্যাতিতার পরিবারও।
নির্যাতিতার বাবাকে সাংবাদিকরা প্রশ্ন করলে গোটা বিষয় নিয়ে তিনি প্রথমেই হতাশা প্রকাশ করেন। জানান, এই রায়ে দুঃখ পেয়েছেন। কিন্তু বিচার তাঁরা ছিনিয়ে নেবেনই।
নির্যাতিতার বাবা এদিন বলেন, 'প্রত্যাশা তো ছিলই না, মনে খুব দুঃখ পেয়েছি। রাস্তায় থেকে আন্দোলন আরও জোড়ালো করতে হবে। তবে বিচার পাওয়া যাবে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ ছিল না। সিবিআইয়ের ছিল। চার্জশিট দিতে না পারা সিবিআইয়ের ব্যর্থতা। এই ক্ষমতাটা আমাদের হাতে ছিল না। সিবিআইয়ের দেওয়া উচিত ছিল, দেয়নি।'
এরপরই বিচার নিয়ে আওয়াজ তোলেন তিনি। জানিয়ে দেন, আদালতের উর্ধ্বে কিছু নয় ফলে বিচার ব্যবস্থায় আস্থা তো রাখতেই হবে। নির্যাতিতার বাবা বলেন, 'এখনও বিচার কী হবে জানি না। চেষ্টা করছি আন্দোলন করে বিচার ছিনিয়ে আনার। আমরা কোর্টের কাছে বলেছিলাম। কোর্ট সিবিআইকে তদন্তভার দিয়েছে। সিবিআই ঠিক মতো কাজ করেনি। এবার কোর্ট আবার কিছু অর্ডার দিলে দেখা যাবে। অপেক্ষা করা ছাড়া তো কোনও উপায় নেই।'
এপ্রসঙ্গে তিনি আরও বলেন, 'আদালতের ওপর ভরসা রাখতেই হবে। আর তো কোনও উপায় নেই। আন্দোলন থিতিয়ে পড়ার কারণে সিবিআই সুযোগ নিল। তাই আমরা আবার রাস্তায় নেমেছি। যখন আন্দোলন চলছিল সিবিআই তখন ভালই কাজ করছিল। যেই আন্দোলনের আঁচ একটু কমেছে, তাই এই অবস্থা। আমরা এখন রানি রাসমণি যাচ্ছি। যেখানে যেখানে আন্দোলন হবে, আমরা সমস্ত জায়গায় যাব। রাস্তাই একমাত্র রাস্তা আমাদের।'
তাঁর কথা শেষ হওয়ার আগেই নির্যাতিতার মা বলতে শুরু করেন, 'আন্দোলনই একমাত্র রাস্তা। আমরা রাস্তাতেই থাকব। দেশবাসী-রাজ্যবাসীকে বলব এগিয়ে আসুন। বিচার ছিনিয়ে নেওয়ার একমাত্র পথই এটা।'