শেষ আপডেট: 14th December 2024 18:30
দ্য ওয়াল ব্যুরো: ৯০ দিন পেরলেও আরজি করের নির্যাতিতার সুবিচার মেলেনি। তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। উল্টে শুক্রবারই জামিন পেয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। যার প্রতিবাদে শনিবার সকাল থেকে ফের পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা।
শুক্রবার সন্ধেয় সাংবাদিক সম্মেলন করে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল, আন্দোলনের পথ থেকে কোনওভাবেই পিছিয়ে আসবেন না তাঁরা। শনিবার থেকেই ফের শহর অশান্ত পারে তার আভাসও পাওয়া গেছিল। সেই মতো শনিবার বিকেলে একদিকে যেমন সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেওয়া হয়েছিল তেমনই রানি রাসমণি রোডে জমায়েত ছিল জুনিয়র ডাক্তারদের।
এদিন কমপক্ষে ৮০ সংগঠনের তরফে সিজিও চলো অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সন্ধেবেলা বিক্ষোভকারীদের সরাতে গিয়ে রানি রাসমণি রোডে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন এতদিনে চার্জশিট জমা করতে পারল না সিবিআই সেই দাবিতেই এদিন বিক্ষোভ চলে।
অন্যদিকে সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন তাঁদের জামিন দেওয়া হল তা নিয়ে ওঠে প্রশ্ন। নির্যাতিতার দ্রুত বিচারের দাবিতে রানি রাসমণি রোডেই আগুন জ্বালিয়ে চলে প্রতিবাদ। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে বেঁধে যায় খণ্ডযুদ্ধ। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাঁদের আন্দোলনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
অন্যদিকে, এদিন সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ডাক্তারদের ৮ জনের প্রতিনিধি দল এদিন সিবিআইয়ের তদন্তকারীদের সঙ্গে দেখা করেন। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে একাধিক প্রশ্নের পাশাপাশি কবে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে সেই প্রশ্নও জানতে চাওয়া হয়। তবে জানা যাচ্ছে, ডাক্তারদের প্রতিনিধি দল সিবিআইয়ের জবাবে সন্তুষ্ট না হয়েই সিজিও কমপ্লেক্স ছেড়েছেন।
এরপরই জুনিয়র ডাক্তারদের তরফে রবিবার ডোরিনা ক্রসিংয়ে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সব মিলিয়ে সন্দীপ, অভিজিতের জামিন পাওয়ার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হতে পারে সেই আশঙ্কা ছিলই। শনিবার জুনিয়র ডাক্তাররা বুঝিয়ে দিলেন আন্দোলনের পথ থেকে তাঁরা একচুল সরবেন না।