শেষ আপডেট: 26th July 2024 22:07
দ্য ওয়াল ব্যুরো: ভরসন্ধেবেলায় খাস কলকাতায় কুপিয়ে খুন করা হল প্রোমোটারকে! চপার দিয়ে রীতিমতো চার টুকরো করা হয়েছে দেহ। রুবির কাছেই আনন্দপুর এলাকার উত্তরপঞ্চান্ন গ্রামের এই ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি। শুক্রবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ খুনের ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, নিহত ওই প্রোমোটারের নাম আরিফ খান। তাঁর বয়স ৪০ বছর। পূর্ব কলকাতার তপসিয়া রোডের বাসিন্দা তিনি। আচমকা আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে তাঁকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয়দের অভিযোগ, খুনের খবর পাওয়ার পরে পুলিশ এলেও দেহ এক ঘণ্টা রাস্তায় ফেলে রাখা হয়েছিল। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যায় আরিফের চার টুকরো হয়ে যাওয়া দেহ।
পুলিশ জানিয়েছে, পরিচিত কোনও ব্যক্তিই তাঁকে খুন করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খুনে অভিযুক্তকে শনাক্তও করা হয়েছে। তার নাম আব্বাস। আজ সন্ধেয় আরিফ পঞ্চান্নগ্রাম এলাকায় একটি কাজে এলে রাস্তায় মুখোমুখি হয় আব্বাস। তখনই পুরনো বিষয় নিয়ে দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয়।
কিছুক্ষণ ঝগড়াঝাঁটির পরেই আচমকা চপার বের করে রাস্তার উপরই আরিফকে কোপাতে শুরু করে আব্বাস। রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে থাকেন আরিফ। জানা গেছে, কোপানোর ফলে চার টুকরো হয়ে যায় আরিফের শরীর। একাধিক জায়গা থেকে অতিরিক্ত রক্তপাত হতে থাকে। এর ফলেই তাঁর মৃত্যু হয়।
আরিফের পরিবার জানিয়েছে, পুরনো কোনও শত্রুতার কথা তারা জানে না। পুলিশ জানিয়েছে, আব্বাস পলাতক। তাকে গ্রেফতার করে জেরা করলেই সব জানা যাবে।