শেষ আপডেট: 23rd January 2025 20:57
দ্য ওয়াল ব্যুরো: বাঘাযতীনে বহুতল হেলে পড়ার ঘটনায় ধৃত প্রোমোটারকে জেল হেফাজত দিল আলিপুর আদালত। অভিযুক্ত শুভাশিস রায়কে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আর্জি জানালেও ২৭ জানুয়ারি পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে ওই প্রোমোটারকে দু'বার পুলিশি হেফাজত দিয়েছিল মিউনিসিপাল ম্যাজিস্ট্রেট আদালত। এদিন কলকাতা মিউনিসিপ্যাল কোর্ট ছুটি থাকার জন্যই অভিযুক্তকে আলিপুর সিজেএম আদালতে পেশ করা হয়।
বাড়ি বিপর্যয়ের পর পলাতক ছিলেন শুভাশিস। পরে তাঁকে বকখালির একটি হোটেল থেকে গ্রেফতার করে নেতাজিনগর থানায় আনা হয়েছিল। অভিযোগ, ২০১০ সাল থেকে বেআইনিভাবে ওই বহুতলটি তৈরি করা হয়েছিল। ২০১৩ সালে তা গ্রাহকদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বহুতল নির্মাণে কেন ইঞ্জিনিয়ারদের পরামর্শ মানা হয়নি, সে বিষয়ে শুভাশিসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় নেতাজিনগর থানার পুলিশ।
গত শুক্রবার কলকাতা মিউনিসিপ্যাল কোর্টে ধৃতকে পেশ করা হলে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। জানানো হয়, বেআইনি নির্মাণের অভিযোগ প্রমাণিত হলে, পাঁচ বছরের জেলও হতে পারে তাঁর।
বহুতল বিপর্যয়ের পর নির্মাণকারী সংস্থার মালিক-সহ ৮টি ফ্ল্যাটের মালিক ও ফ্ল্যাটের প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। কলকাতা পুরসভার পক্ষ থেকেও নেতাজি নগর থানায় ৭টি ধারায় মামলা রুজু হয়। যার মধ্যে ৪টি কেএমসি অ্যাক্ট এবং তিনটি মামলা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী।
বাঘাযতীন এলাকায় ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে ওই বহুতল আচমকাই হেলে পড়েছিল। ২০১২ সালে তৈরি হয়েছিল বাড়িটি। সেই প্রেক্ষিতেই অভ্যন্তরীণ তদন্তের সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ১০ নম্বর বোরো আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের ভূমিকাও খতিয়ে দেখবেন বলে জানানো হয়। একই সঙ্গে বলা হয়, সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থাকেই দায়িত্ব নিতে হবে ফ্ল্যাট মালিকদের পূনর্বাসনের।