শেষ আপডেট: 24th September 2024 15:11
দ্য ওয়াল ব্যুরো: সোমবারই স্কুল সার্ভিস কমিশন ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন ২০১৬ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে পুলিশ-বিক্ষোভকারীদের খন্ডযুদ্ধে অশান্ত হয়ে উঠেছিল সল্টলেক। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের শহরের রাজপথে মিছিল ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের।
মঙ্গলবার দুপুরে শিয়ালদহ থেকে শুরু হয়েছে মিছিল। প্রাথমিকে ৫০ হাজার শূন্যপদে নিয়োগ, শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের পদত্যাগ-সহ একাধিক দাবিতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের।
অভিযোগ, ২০২২ সালে টেট উত্তীর্ণ হওয়ার পরেও দু’বছরের বেশি সময় কেটে গেলেও হয়নি ইন্টারভিউ। দ্রুত তাঁদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করে নিয়োগের দাবিতে সরব হয়েছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, ‘দফা এক, দাবি এক, ২২ টেট নিয়োগ পাক।’
চাকরিপ্রার্থীদের স্পষ্ট অভিযোগ, দীর্ঘদিন প্রতিশ্রুতির নামে তাঁদের ‘ললিপপ’ দেখিয়েছে সরকার। বারবার অনুরোধ জানিয়ে শুধু আশ্বাস ছাড়া মেলেনি কিছুই। সেকারণেই অবিলম্বে প্রাথমিকে ৫০ হাজার শূন্যপদের দাবিতে মিছিল ২০২২ সালের টেট উত্তীর্ণদের।
মঙ্গলবার দুপুরে শিয়ালদহ থেকে মিছিল শুরু হয়ে যাবে ধর্মতলা পর্যন্ত। মিছিলে ‘উই ওয়ান্ট জাস্টিস’-র স্লোগান তুলে চাকরিপ্রার্থীদের দাবি, অবিলম্বে তাঁদের কথা ভাবুক সরকার। নাহলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
সোমবার ২০১৬ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভের পর তড়িঘড়ি উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশের দিনক্ষণ জানিয়ে দেয় রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। আগামীকাল অর্থাৎ বুধবারই মেধাতালিকা প্রকাশের কথা। এদিকে সোমে চাকরিপ্রার্থীদের জট কিছুটা খুলতেই ফের নিয়োগের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালেন ২০২২ সালের টেট উত্তীর্ণরা।