শেষ আপডেট: 28th August 2024 22:30
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের নবান্ন অভিযানে ছাত্র সমাজ এবং বিজেপি পুলিশের বিরুদ্ধে 'অত্যাচার' করার অভিযোগ তুলেছে। অন্যদিকে পুলিশ পাল্টা দাবি করেছে তাঁদের ওপরই আক্রমণ হয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। সেই পোস্টেই জানানো হয়, নবান্ন অভিযানে ডিউটি করতে গিয়ে ইটের আঘাতে দেবাশিস চক্রবর্তী নামের এক সার্জেন্টের একটি চোখ নষ্ট হয়েছে। সেই সার্জেন্ট নিজেও জানিয়েছেন সেদিনের অভিজ্ঞতার কথা।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, নবান্ন অভিযানে কর্মরত ছিলেন দেবাশিস চক্রবর্তী। রাস্তায় আচমকাই তাঁর চোখে এসে লাগে ইট, যার আঘাতে জখম হয়েছে তাঁর কর্নিয়া এবং রেটিনা। সারাজীবনের মতো তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন কিনা, তা জানা যাবে আরও এক সপ্তাহ পরে। আর এই আঘাতের সম্পর্কে সার্জেন্ট নিজে বলেছেন, তিনি স্ট্র্যান্ড রোডের দিকে যাচ্ছিলেন। সেই সময়ে উল্টোদিক থেকে আসা গাড়ি থেকে আন্দোলনকারীরা ইট ছুড়তে শুরু করে। সেটি প্রথমে তাঁর গাড়িতে লাগে এবং পরেই চোখে। সার্জেন্টের কথায়, ''আচমকা সবটা অন্ধকার হয়ে গেল। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন এক চোখে দেখতে পাচ্ছি না।''
রাজ্য এবং কলকাতা পুলিশের তরফে নবান্ন অভিযানের আগেই দাবি করা হয়েছিল যে, এই মিছিল থেকে অশান্তি ছড়ানোর চেষ্টা হবে। সেই প্রেক্ষিতে একাধিকজনকে গ্রেফতারও করে তাঁরা। নবান্ন অভিযানের পর সাংবাদিক বৈঠক করেও একই দাবি করা হয়। এই অভিযান থেকে যে পুলিশের ওপর হামলা করা হয়েছে তার প্রমাণ দিতে একাধিক আহত পুলিশকর্মীর ছবি সোশ্যাল মাধ্যমে দিয়েছে কলকাতা পুলিশ। আমজনতার উদ্দেশে তাঁরা বলছে, ''বুঝতেই পারছেন, দেবাশীষ একাই গুরুতর আহত হননি। এমন এক আন্দোলনে, যা শান্তিপূর্ণ হবে বলে প্রকাশ্যে ঘোষণা করেন উদ্যোক্তারা, যাঁরা তথাকথিত এক ছাত্র সংগঠনের সদস্য।''
নবান্ন অভিযান রুখতে পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। জায়গায় জায়গায় ব্যারিকেড, জলকামান এমনকী কন্টেনার রাখা হয়েছিল। যদিও অশান্তি থামানো যায়নি। পুলিশের সঙ্গে অধিকাংশ জায়গায় হাতাহাতিতে জড়িয়ে পরে বিক্ষোভকারীরা। তাঁদের আটকাতে লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাস। পাল্টা পুলিশকেও মারা হয়েছে এমন ছবিও দেখা গেছে। যদিও পুলিশের বার্তা, ''আমাদের অন্যান্য সহকর্মী কোনরকম করুণা বা সহানুভূতি চান না কারুর কাছে। আমরা জানি, এ আমাদের কাজেরই অঙ্গ। এই পোস্টের উদ্দেশ্য, মানুষের বোধশক্তি জাগিয়ে তোলা, যাতে বিভ্রান্তিকর তথ্যের জালে জড়িয়ে না পড়েন, তা নিশ্চিত করা।''
সূত্রের খবর, চোখে আঘাত লাগা সার্জেন্টের চার ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচার ব্যর্থ হয়েছে। মাত্র ৩৭ বছর বয়সেই চিরদিনের জন্য বাঁ চোখের দৃষ্টি হারিয়েছেন তিনি। আধলা ইটের টুকরোর আঘাতে তাঁর চোখের মণি ফেটে গিয়েছিল। মঙ্গলবার কলকাতা পুলিশের তরফে সাংবাদিক সম্মেলনে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, নবান্ন অভিযানের এই কর্মসূচিতে ১৫ জন কলকাতা পুলিশকর্মী আহত হয়েছেন। পাশাপাশি দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার জানিয়েছেন, রক্তাক্ত ও আহত হয়েও পুলিশ চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছে। আমাদের ১১ থেকে ১২ জন সহকর্মী আহত হয়েছেন।