শেষ আপডেট: 8th March 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) ভর্ৎসনা করেছিল পুলিশকে। তারপরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের (Om Prakash Mishra) বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাঁরা। শনিবার ওমপ্রকাশের বাড়িতে গেছে পুলিশ। মনে করা হচ্ছে, যাদবপুর কাণ্ড নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে।
ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে উত্তাল হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাম ছাত্র সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় অনেক ছাত্র আহত হয়। অনেককে শারীরিকভাবে হেনস্থাও করা হয়েছে। সূত্রের খবর, ব্রাত্য, ওমপ্রকাশদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাকে মারধর, শ্লীলতাহানি, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সেই প্রেক্ষিতেই জিজ্ঞাসাবাদ করতে শনিবার ওমপ্রকাশ মিশ্রর বাড়ি গেছে পুলিশ বলে অনুমান।
যাদবপুরের ঘটনায় গত বুধবারই পুলিশ এবং গোয়েন্দা দফতরকে তীব্র তীব্র ভর্ৎসনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর দায়ের করা হয়নি, সেই প্রশ্নও তুলেছিলেন বিচারপতি। আদালতের সেই হুঁশিয়ারির পরই এ বিষয়ে পুলিশ পদক্ষেপ করে।
তবে শুধু ব্রাত্য বা ওমপ্রকাশ নন, যাদবপুর কাণ্ডে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকেও তলব করেছে পুলিশ। আজ সন্ধেয় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। ওই দিনের অশান্তির ঘটনায় তাঁর কাছে কী ছবি এবং ভিডিও ফুটেজ রয়েছে তা সঙ্গে নিয়ে সৃজনকে থানায় যেতে বলা হয়েছে। পুলিশ সূত্রের দাবি, যেহেতু সেদিনের ঘটনা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে তাই ওই ঘটনা সম্পর্কিত যার কাছে যা তথ্য রয়েছে তা চাওয়া হচ্ছে।
অশান্তির ঘটনায় সিসিটিভি ফুটেজ নিয়ে সাংবাদিক বৈঠক পাল্টা সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছিল তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এবং এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে। তারই জেরে এই তলব কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও সৃজন জানিয়েছেন, তিনি সবরকম সহযোগিতা করবেন পুলিশের সঙ্গে। ইতিমধ্যে এই ঘটনায় ৩ ছাত্রকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।