গাড়ি চাপড়ে, তারস্বরে হর্ন বাজাল পুলিশ
শেষ আপডেট: 18th November 2024 15:16
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে নিয়ে অতি সতর্ক পুলিশ। এর আগে কালো কাচে ঢাকা গাড়িতে করে আদালতে নিয়ে আসা হয়েছিল। আর এবার চড়া স্বরে গাড়ির হর্ন বাজাল পুলিশ।
সোমবার আরজি করের ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয়কে শিয়ালদহ আদালতে আনার সময় জানলাবন্ধ গাড়ি ছাড়াও কোর্ট লকআপে তোলার সময় গাড়ি বাজাল পুলিশ। তারস্বরে হর্নও বাজানো হয়। গাড়ির কালো কাচের জানলার সামনেও পাঁচ-ছয়জন পুলিশ দাঁড়িয়ে ছিলেন।
ওয়াকিবহাল মহল মনে করছে, যেহেতু সঞ্জয় এর আগে 'ডিপার্টমেন্ট' ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তাকে ফাঁসানোর অভিযোগ করেছে তাই এহেন অতি সতর্কতা নিচ্ছে পুলিশ। যাতে চিৎকার করে ধৃত সিভিক ভলান্টিয়ার কিছু বলতে চাইলেও তা শোনা না যায়।
প্রসঙ্গত, শিয়ালদহ আদালতে আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডের শুনানির শুরুর দিনই বিনীত গোয়েলের নাম নিয়েছিল সঞ্জয়। দাবি করেছিল, তিনিই নাকি তাকে ফাঁসিয়েছেন। তারপর থেকেই আদালত চত্বরে সঞ্জয়কে নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার জন্য গাড়ির সংখ্যা যেমন বেশি ছিল, তেমনই বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা।
সঞ্জয় প্রিজন ভ্যানের ভিতর থেকে চিৎকার করে বলেছিল, 'আমাকে কলকাতার প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যাল ফাঁসিয়েছেন!' স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যে শোরগোল পড়ে যায়।
এর পর থেকেই যখন তার নিরাপত্তা বাড়ানো হয়, বিরোধীরা খোঁচা দিয়ে বলতে থাকে, বিনীত গোয়েলের পর আর যাতে অন্য কারও নাম না নিতে পারে, তাই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে।