শেষ আপডেট: 23rd July 2024 13:51
দ্য ওয়াল ব্যুরো: সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যুতে গত দুই সপ্তাহ ধরে উত্তাল বাংলাদেশ। পড়শি দেশে অশান্ত পরিস্থিতির মধ্যেই খাস কলকাতায় পুলিশের জালে ধরা পড়েছে ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী। আনন্দপুর থেকে তিন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় ধৃতরা জানিয়েছেন যে নরেন্দ্রপুর থানা এলাকায় তাঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। রবিবার একটি চারচাকা গাড়ি থেকে ওই অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয়েছে। আর ওই ধৃতদের গ্রেফতারির পরই পাচারচক্র ও জঙ্গিযোগ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ধৃতরা কী উদ্দেশে নরেন্দ্রপুরে ডেরা বেঁধেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। জেএমবি যোগের সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সূত্রের খবর, ধৃতদের মধ্যে মিজান শেখ বাংলাদেশের রাজবাড়ি জেলার পানসা থানা এলাকার কসবা বাজার এলাকার বাসিন্দা। রাহুল শেখ নামে আরেক ধৃত পাবনার হেমায়েতপুরের বাসিন্দা। ২০১৭ সালে রাহুল চোরাপথে সীমান্ত পেরিয়ে নদিয়ায় এসে নাকাশিপাড়ায় থাকতে শুরু করে। ভুয়ো পরিচয়পত্রও তৈরি করে সে। এরপর বাংলাদেশি যুবকদের চাকরি দেওয়ার নাম করে রাহুল পাচার করে নিয়ে আসত বলে প্রাথমিকভাবে সন্দেহ পুলিশের।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে এরা বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরই অবৈধ উপায়ে সীমান্ত পার করে ধৃতরা ভারতে অনুপ্রবেশ করেছে। নরেন্দ্রপুর থেকে বাইপাস হয়ে তাঁরা গাড়ি করেই বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন।
গত মাসে রাজ্যে ধরা পড়েছে, একের পর এক জেএমবি জঙ্গি। তারপরই নরেন্দ্রপুরে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ায় নড়ে চড়ে বসেছেন পুলিশ কর্তারা। ঠিক কী উদ্দেশে তাঁরা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাচারচক্র বা জঙ্গি সংগঠনের সঙ্গে এই যুবকদের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি আনন্দপুরে বাংলাদেশি যুবকদের চাকরি দেওয়া নামে প্রতারণাচক্রের সন্ধান পাওয়া গিয়েছিল। তারপর ফের সেরকমই কোনও চক্র গড়ে তুলতে এই যুবকরা ভারতে ঢুকেছিলেন কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। এদের সঙ্গে জামাত-উল-মুজাহিদিন বা অন্য কোনও জঙ্গি সংগঠনের সদস্যদের কোনও যোগাযোগ রয়েছে, এমন সম্ভাবনাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না।