শেষ আপডেট: 27th August 2024 13:31
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া ব্রিজে। আন্দোলনকারীদের সামাল দিতে জল কামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করেছে পুলিশ।
জলকামান ও পরের পর কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও জনতাকে ছত্রভঙ্গ করতে বেগ পেতে হয় পুলিশকে। জল কামানের তোড়ে কিছুটা ছত্রভঙ্গ হলেও পরক্ষণেই ফের তারা ব্যরিকেড ভাঙতে উদ্দত হয়। পুলিশকে লক্ষ্য় করে ইট ও লাঠি ছুড়তে দেখা যায়।
রণক্ষেত্র সাঁতরাগাছি স্টেশন। দাঁড়িয়ে রয়েছে ট্রেন। রেললাইন থেকে পাথর তুলে পুলিশের দিকে ছুড়তে দেখা যায় আন্দোলনকারীদের।
নবান্ন অভিযান ঘিরে তুমুল উত্তেজনা সাঁতরাগাছিতে। বেলা একটার কিছু আগে আন্দোলনকারীদের একটি দল নবান্নের দিকে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের রুখতে সোমবার থেকেই রাস্তা খুঁড়ে ব্যারিকেড বসিয়েছিল পুলিশ। পাকাপোক্ত সেই ব্যারিকেড ভাঙতে রীতিমতো হিমশিম খেতে হয় আন্দোলনকারীদের। পরে ব্য়ারিকেডের একাংশ ভেঙে তারা নবান্নমুখী হতেই লাঠি নিয়ে তাড়া করে পুলিশ।
হাওড়ার ফোরশোর রোডেও ব্যরিকেড ভাঙলেন আন্দোলনকারীরা। পুলিশের বাধা টপকেই তাঁরা নবান্নমুখী হন জনতা। তাঁদের রুখতে এখানেও জল কামান ছুড়তে শুরু করে পুলিশ।
বিস্তারিত আসছে...