শেষ আপডেট: 10th March 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) অশান্তির ঘটনায় তৎপর হয়ে উঠেছে পুলিশ (Police)। বলাবলি হচ্ছে, হাইকোর্টের নির্দেশের পরই এহেন সক্রিয়তা। ক'দিন ধরেই দু'পক্ষের কয়েকজনকে ডেকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে ফেলেছে যাদবপুর থানা। একপক্ষের দাবি ব্রাত্যর (Bratya Basu) ওপর হামলা হয়েছে, ওপর পক্ষ প্রমাণ করতে মরিয়া শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহাওত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। আদৌ 'ধাক্কা'র অভিযোগ কতটা ঠিক, ইন্দ্রানুজ কি সত্যিই গাড়ির তলায় পড়েছিলেন? সবটা পরিষ্কার করে বুঝে নিতে এবার শিক্ষামন্ত্রীর গাড়ির নমুনা পরীক্ষা (Forensic Test) করে দেখবে পুলিশ, এমনটাই সূত্রের খবর।
জানা যাচ্ছে, কোথায় ধাক্কা লেগেছে, কীভাবে ধাক্কা লেগেছে, কী কী ক্ষতি হয়েছে, সেই সব উত্তর পেতেই শিক্ষামন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করে দেখবে পুলিশ। ধাক্কার পাশাপাশি, কীভাবে গাড়ির কাঁচ ভেঙেছে, তাও খতিয়ে দেখা হবে এই ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে। তৃণমূল ছাত্র সংগঠনের অভিযোগ, বিক্ষোভের দিন বাম ছাত্ররাই শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙেছিল। যদিও সেই অভিযোগকে কার্যত নস্যাৎ করেছেন অনেকেই।
গত ১ মার্চ ওয়েবকুপার সম্মেলনকে ঘিরে রণক্ষেত্রর পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়াদের একাংশ। সে সময় মন্ত্রীর গাড়ি ইন্দ্রানুজ রায় নামে এক পড়ুয়ার শরীরের ওপর দিয়ে চলে যায় বলে অভিযোগ। সে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। জখম হন আরও এক পড়ুয়া।
গোটা ঘটনায় হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে পুলিশ। আদালতের নির্দেশের পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাঁর চালক-সহ একাধিকজনের নামে এফআইআর দায়ের করে পুলিশ। পড়ুয়াদের দাবি, ১ মার্চের ঘটনায় পড়ুয়াদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করতে হবে। আরও একাধিক দাবি রয়েছে পড়ুয়াদের।
১ মার্চ থেকে উত্তপ্ত যাদবপুর। ৩ মার্চ থেকে চলছে ক্লাস বয়কট। এমন পরিস্থিতিতে আজ অর্থাৎ সোমবার দুপুর ১টার মধ্যে এগজিকিউটিভ কাউন্সিল (ইসি)-এর বৈঠক না ডাকলে আরও বৃহত্তর আন্দোলন ডাকার হুঁশিয়ারি দিয়েছিল পড়ুয়ারা। দাবি মেনে বেলা সাড়ে ১১টায় পড়ুয়াদের সময় দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন দেখার বৈঠক থেকে সমাধান সূত্র বের হয় কিনা!