শেষ আপডেট: 17th March 2025 09:30
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। শিয়ালদহ স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে পাকড়াও করল কলকাতা পুলিশের এসটিএফ। সোমবার সকালে শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস ঢুকতেই ধরা হয় হাসান শেখ নামে ওই যুবককে।
জানা গিয়েছে, হাসান মালদহের বাসিন্দা। বিহারের খাগাড়িয়া থেকে সড়ক পথে মানসিং হয়ে ট্রেনে কলকাতায় আসেন। ট্রেনেই বিপুল অস্ত্র নিয়ে কলকাতায় ঢোকেন আজ সকালে। ব্যাগে জামাকাপড়ের ভিতরে লুকানো ছিল ওই আগ্নেয়াস্ত্র। সেগুলি বিহারের খাগারিয়া জেলায় তৈরি করা হয়েছে বলে এসটিএফ জানিয়েছে।
জানা গেছে, মানসিং হয়ে মালদহে ঢোকে ওই ব্যক্তি। পরে সেখান থেকে ট্রেনে তোলেন বিপুল পরিমাণ অস্ত্র। গোপনসূত্রে এসটিএফের কাছে গোটা ঘটনার খবর ছিল। ট্রেনে নজর রাখা হচ্ছিল।
সোমবার ভোরে শিয়ালদহ স্টেশন হাটেবাজারে এক্সপ্রেস ঢুকতেই অভিযান শুরু হয়। তল্লাশি চালিয়ে অস্ত্র-সহ হাসানকে ধরে কলকাতা পুলিশ। ৮টা পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে।
কাকে অস্ত্র দিতে কলকাতায় এসেছিল হাসান, তা জানার চেষ্টা করছে পুলিশ। এর সঙ্গে কোনও চক্র জড়িত কিনা তাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
এর আগেও কলকাতা পুলিশ এমন অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে। কলকাতার বেশ কয়েকটি জায়গা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। অপরাধ দমনে আগামীদিনে এমন অভিযান আরও চালানো হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।