শেষ আপডেট: 19th November 2024 09:18
দ্য ওয়াল ব্যুরো: বাসে দুই যাত্রীর মধ্যে গন্ডগোল। পুলিশের সামনেই শিয়ালদহ ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে ভাঙচুর চলল। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।
গতকাল শিয়ালদা স্টেশনের কাছে চলন্ত বাসে মহিলা সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে সহযাত্রীর বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করে শিয়ালদহ ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে বসানো হয়।
অভিযোগ, খবর পেয়ে সেখানে হাজির হন অভিযুক্তর পরিচিতেরা। তাদের মধ্যে থেকে একজন বাঁশ নিয়ে পুলিশ কিয়স্কে হামলা চালায়। খবর পেয়ে আশেপাশের ট্রাফিক সার্জেন্টরা ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয়রা বলছে, পুলিশের সামনেই কিয়স্ক ভাঙচুর করা হয়। শিয়ালদহর মতো জায়গায় কী করে পুলিশের সামনেই কিয়স্কে তাণ্ডবের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্নের মুখে নিরাপত্তা।
প্রসঙ্গত, সেপ্টেম্বরে তপসিয়া এলাকায় নাকা চেকিংয়ের সময়ে এক পুলিশ সার্জেন্টকে বেধড়ক মারা হয়। শুধু তাই নয়, তাঁর বাইকও ভাঙচুর করা হয়েছিল। আহত হন এক সিভিক ভলেন্টিয়ার এবং এক কনস্টেবলও। আর এবার শিয়ালদহের ব্যাস্ত রাস্তার ধারে পুলিশের কিয়স্ক ভাঙার ঘটনা ঘটল।