সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫ শিক্ষককে (SSC Job Deprived Teachers) ডেকে পাঠাল বিধাননগর নর্থ থানা (Bidhannagar North Police Station)।
ফাইল ছবি
শেষ আপডেট: 18 May 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫ শিক্ষককে (SSC Job Deprived Teachers) ডেকে পাঠাল বিধাননগর নর্থ থানা (Bidhannagar North Police Station)। বৃহস্পতিবার বিকাশ ভবনে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে আগেই একাধিক ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ (Police)।
এবার সোমবার ও মঙ্গলবার চিহ্নিত পাঁচ জনকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। আন্দোলনকারী শিক্ষকদের তরফে জানানো হয়েছে, ওই ৫ শিক্ষকের সঙ্গে বাকি আন্দোলনকারীরাও থানায় যাবেন। জানা গিয়েছে, আরও ১০ জনকে চিহ্নিত করেছে পুলিশ। তাঁদেরও চিঠি পাঠানো হবে।
বৃহস্পতিবার টানা অবস্থানের পর সাত দফা দাবিতে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা (SSC Job Deprived Teachers)। তারপর থেকে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন তাঁরা। শনিবারের পর আজ রোববারও ছুটির দিন তাই নতুন করে কোনও কর্মসূচির ঘোষণা করেননি তাঁরা।
যদিও এদিন সকাল সকাল ঝাড়ু হাতে বিকাশ ভবন চত্বর সাফ করেছেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। তাঁদের বক্তব্য, আন্দোলন ও অবস্থানের কারণে নোংরা হচ্ছে আন্দোলনস্থল।
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২৫,৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। তাঁরা সকলেই ২০১৬ সালের এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন। ওই প্যানেলে থাকা দৃষ্টিহীন এবং বিশেষ ভাবে সক্ষম শিক্ষকেরাও এ বার পথে নামছেন।
আজ বিকেল ৩টে থেকে তাঁদের কর্মসূচি শুরু হবে। সেখানে 'যোগ্য' দৃষ্টিহীন, বিশেষ ভাবে সক্ষম শিক্ষকরা নিজেদের জীবন সংগ্রামের অভিজ্ঞতার কথা শোনাবেন। রাস্তাতেই পড়াবেন ছোটদের। যার নাম দেওয়া হয়েছে 'উদয়নের পাঠশালা'।