শেষ আপডেট: 1st September 2024 23:33
দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলায় প্রতিবাদীদের ধর্নামঞ্চে মত্ত অবস্থায় ঢুকে এক তরুণীর শ্লীলতাহানি করার অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল হেয়ারস্ট্রিট থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ধৃতর নাম তাপস পাল। বাড়ি টালিগঞ্জ এলাকায়। ধৃতর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ধারায় শ্লীলতাহানির অভিযোগ এনেছে পুলিশ। ধৃতকে আগামীকাল ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে।
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের পরে কেটে গেছে ২২ দিন। সিবিআই তদন্ত করছে। সঞ্জয় রায়ের নামের এক সিভিক ভলান্টিয়ারের গ্রেফতারি ছাড়া তদন্তের কোনও অগ্রগতির খবর মেলেনি। এই ঘটনার পরে উঠেছে একাধিক প্রশ্ন, মিলেছে একাধিক অসঙ্গতি।
তারই প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে তারপর থেকে লাগাতার মিছিল ও আন্দোলন হচ্ছে শহর কলকাতায়। রবিবার ১ সেপ্টেম্বর আরও একটি মহা মিছিলের সাক্ষী হল কলকাতা। পথে নামলেন কাতারে কাতারে মানুষ। সবরকম স্তরের, সব মহলের মানুষকে দেখা গেল বিচার চাইতে। মিছিলে হাজির ছিলেন সমাজের বিশিষ্টরাও। পরে ধর্মতলা ধর্নামঞ্চে অবস্থান শুরু করেন 'আমরা তিলোত্তমা' মঞ্চের প্রতিবাদীরা।
অভিযোগ, রাত ৯টা থেকেই ওই মত্ত যুবক প্রতিবাদী মঞ্চের মহিলাদের উত্যক্ত করছিলেন। অশ্লীল গালিগালাজ করছিলেন। এক তরুণীর শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। এরপরই পিছু ধাওয়া করে ধর্মতলা বাসস্ট্যান্ডের কাছ থেকে তাকে পাকড়াও করেন প্রতিবাদীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওই তরুণীর সুনির্দিষ্ট অভিযোগর ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঠিক কী কারণে ওই যুবক এদিন ধর্না ম়ঞ্চে হাজির হয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
যদিও প্রতিবাদীদের মধ্যে অনেকে এদিনের ঘটনার সঙ্গে ১৪ অগস্ট মহিলাদের রাত দখলের আন্দোলনের দিন আরজি করে হামলার ঘটনার মিল খুঁজে পাচ্ছেন। তাঁদের মতে, সেদিনও একদল দুষ্কৃতী হামলা চালিয়েছিল। এদিনও একইভাবে ধর্নামঞ্চে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হল।