শেষ আপডেট: 23rd March 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: শনিবার আইপিএল (IPL)-এর কলকাতা-ব্যাঙ্গালুরু ম্যাচে ইডেন গার্ডেনসের (Eden Gardens) নিরাপত্তা বলয় পেরিয়ে মাঠে ঢুকে পড়েছিলেন যুবক। প্রিয় বিরাটকে জড়িয়ে ধরা সেই অনুরাগীকে গ্রেফতার (Arrest) করল ময়দান থানার পুলিশ। ক্রিমিনাল ট্রেসপাসিং সেকশনে গ্রেফতার করা হয়েছে বর্ধমানের ছেলে ঋতুপর্ণ পাখিরাকে।
ইডেনে তখন কান পাতা দায়। 'বিরাট, বিরাট' চিৎকারে গলা মেলাচ্ছে অনুরাগীরা। এদিকে কোহলির ব্যাটে রানের বাহার। সেই সময়ই আচমকা নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েন এক যুবক। প্রিয় খেলোয়াড়ের পা ধরে শুয়ে পড়েন তিনি। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই যুবককেই গ্রেফতার (Virat Kohli Fan Arrested) করা হয়েছে।
ময়দান থানার পুলিশ জানিয়েছে, জামালপুর থানা এলাকার বাসিন্দা ঋতুপর্ণ ১৩ ওভারের মাথায় দর্শকাসন ছেড়ে মাঠে ঢুকে পড়েন। নিরাপত্তারকর্মীদের চোখে ধুলো দিয়ে তিনি রেলিং টপকে সোজা ঢুকে পড়েন। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করা হয়।
জানা গিয়েছে, এরপরই ঋতুপর্ণকে থানায় নিয়ে যায় পুলিশ। মামলা দায়ের করে তদন্ত শুরু করে। সেই মামলায় রোববার তাঁকে গ্রেফতার করে পুলিশ। তড়িঘড়ি এহেন ব্যবস্থা নিলেও প্রশ্ন উঠছে মাঠের নিরাপত্তা নিয়ে। অনেকেরই মত, পুলিশেরই গাফিলতি রয়েছে এই ঘটনায়।