শেষ আপডেট: 23rd August 2024 12:44
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই পুজোর মরশুম। এই আবহে অনেক বাঙালিই বেরিয়ে পড়তে চান। কিন্তু অনেক সময় ট্রেনের টিকিট পাওয়া যায় না। আর তাই সেই কথা মাথায় রেখে ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য পূর্বরেল ঘোষণা করল পুরী স্পেশ্যাল ট্রেন। কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়বে।
পুজোয় অনেকেই পুরী ঘুরতে যান। সমুদ্রের মনোরম আবহে একই সঙ্গে জগন্নাথদেবের দর্শন করতে মুখিয়ে থাকেন মানুষ। অর্থাৎ রথ দেখাও হলো আবার কলা বেচাও। কিন্তু অনেকেই টিকিট কাটতে গিয়ে টিকিট পান না। পেলেও ওয়েটিং। আর তাই পূর্বরেলের এই সিদ্ধান্ত নিল মহালয়ার পরদিন অর্থাৎ ৩ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার এই স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করেছে তারা। রাত ১১:৫০ মিনিটে কলকাতা স্টেশন থেকে পুরীর উদ্দেশে রওনা দেবে এই ট্রেন। আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক স্টেশনে দাঁড়াবে। ট্রেনগুলির ফেরার রুটও তাই। শুক্রবার দুপুর তিনটেয় পুরী জংশন থেকে ওই ট্রেন ছাড়বে। কলকাতা স্টেশনে এসে পৌঁছবে পরের দিন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘যাঁরা এখনও রিজার্ভেশন পাননি। ভাবছেন পুরী যাবেন কিন্তু টিকিট পাচ্ছেন না। তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনে যাত্রীরা এসি, স্লিপার-সহ জেনারেল ক্লাসের সুবিধা পাবেন। '০৩১০১ কলকাতা-পুরী স্পেশ্যাল' এই ট্রেনের টিকিট অনলাইন এবং পিআরএস পদ্ধতিতে কাটতে পারবেন যাত্রীরা। তাহলে আর কী! জয় জগন্নাথ বলে কেটে ফেলুন টিকিট।