শেষ আপডেট: 31st May 2024 16:19
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরে ফের লেজার লাইটের আলোয় বিপত্তি। আবারও ককপিটে পড়ল লেজার লাইটের আলো। যার জেরে বড়সড় বিপদের মুখে পড়তে চলেছিল দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান।
বিগত কয়েক মাসে লাগাতার কলকাতা বিমান বন্দর চত্বরে লেজার লাইটে জেরবার বিমান চালকেরা। বর্তমানে বিধাননগর জুড়ে রাশ টানা গেলেও বিমানবন্দর সংলগ্ন অন্যান্য এলাকায় এখনও লেজার লাইটের ব্যবহার বন্ধ করা হয়নি। আর এতেই বাড়ছে সমস্যা।
দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান ৬ই ২০৫৭-এর ঘটনা। বৃহস্পতিবার রাত ৯:৩০ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে নামার আগে যখন ২০ নটিক্যাল মাইল দূরে ছিল, তখনই ওই বিমানে উত্তর-পূর্ব দিক থেকে লেজার লাইটের আলো এসে পড়ে। আলোয় পাইলটের চোখ ধাঁধিয়ে যায়। কিছু সময়ের জন্য তাঁকে দিক নির্ণয়ে বেগ পেতে হয়।
কোনও ক্রমে পরিস্থিতি সামলিয়ে ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। দ্রুত অবতরণের অনুমতি চান তিনি। এরপর পাইলটের তৎপরতায় বিমানটিকে দ্রুত অবতরণ করানোয় বিপদ থেকে রক্ষা পান যাত্রীরা।
ইতিমধ্যে বিষয়টি নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট বিমান সংস্থা। ওই সংস্থার তরফে বিমানবন্দর কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে নেতাজী সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানা।
কলকাতা বিমানবন্দর লাগোয়া এলাকাগুলিতে বিয়েবাড়ি থেকে শুরু করে বিবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেদার ব্যবহার হচ্ছে লেজার লাইট। যার জেরে কলকাতায় অবতরণের সময়ে সমস্যায় পড়ছেন বিমান-চালকরা। লেজার লাইটের কারণে সম্প্রতি অল্পের জন্যে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বেশ কয়েকটি বিমান।
ইতিমধ্যে এই সমস্যা ঠেকাতে রাজ্যের পুর দফতরের দ্বারস্থ হয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের আশপাশের এলাকায় লেজার লাইটের ব্যবহার পুরোপুরি বন্ধে রাজ্য প্রশাসনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, পুলিশ এবং বিমানবন্দর লাগোয়া এলাকার পুরসভাগুলির সহযোগিতা ছাড়া লেজার আলোর ব্যবহার বন্ধ অসম্ভব।