শেষ আপডেট: 9th August 2024 14:41
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হল এক ডাক্তারি ছাত্রীর অর্ধনগ্ন দেহ। স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। এই ঘটনা জানাজানি হতেই তুমুল শোরগোল পড়ে। ডাক্তারি ছাত্রীর দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তার আগেই কলকাতা পুলিশের ডিসিডিডি(১)-সহ উচ্চ পদস্থ কর্তারা মেডিক্যাল কলেজে পৌঁছে যান।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকাল ১১টায় আরজি কর হাসপাতালের সেমিনার হলে ওই পড়ুয়ার দেহ পড়ে থাকতে দেখা যায়। জানা গেছে, বৃহস্পতিবার হাসপাতালের ওয়ার্ডে নাইট ডিউটি ছিল ওই ছাত্রীর। তারপরে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য।
এদিন সকালে হাসপাতালের কর্মীরাই ওই ছাত্রীর দেহ প্রথম দেখতে পান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পড়ুয়ার দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও অর্ধনগ্ন অবস্থায় তাঁকে পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। মৃতের চিকিৎসক বন্ধুদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। আবার ধর্ষণ করে খুনেরও অভিযোগ তুলেছেন পড়ুয়াদের একাংশ। শুক্রবার সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার অন্যতম ব্যস্ত সরকারি হাসপাতালে।
কীভাবে হাসপাতালের মধ্যে ছাত্রীর মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন চিকিৎসকেরা। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছছে ফরেনসিক দল।
হাসপাতাল সূত্রের খবর, ৩৬ ঘণ্টা ডিউটির পর খাওয়া সেরে বৃহস্পতিবার রাতে পড়তে গিয়েছিলেন ওই ছাত্রী। তারপর আর তাঁকে দেখা যায়নি। ঘটনাটি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানা যায়নি।
এদিকে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মৃ্ত্যু নিয়ে সরব হয়েছে বিজেপি। মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "ছাত্রীর নগ্ন দেহ ডিউটি রুম থেকে উদ্ধার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধ লুকাতে চেষ্টা করছে। কলকাতা পুলিশকে আত্মহত্যা বলে ঘটনাটি ধামাচাপা দিতে বলা হয়েছে। সন্দেশখালি থেকে চোপড়া, পশ্চিমবঙ্গের কোনও মহিলাই সুরক্ষিত নন।"
A woman doctor, in a leading Govt hospital in Kolkata, raped and murdered. Her naked body found from the duty room. Mamata Banerjee Govt is trying to hide the crime. Kolkata Police has been asked to cover up, show it as suicide. Media is not being allowed in.
— Amit Malviya (@amitmalviya) August 9, 2024
Repeat: no woman,…