শেষ আপডেট: 20th January 2025 22:11
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পোষ্যপ্রেমীরা এক অভিনব উদ্যোগের মাধ্যমে প্রয়াত শিল্পপতি রতন টাটাকে (Ratan Tata) শ্রদ্ধা জানালেন। সোমবার বেলগাছিয়া ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত হয় এক পোষ্যবান্ধব মিলনমেলা, যেখানে প্রাণীকল্যাণে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সরস্বতী ভান্ডারের উদ্যোগ এবং আই কমিউনিকেশনস-এর সহযোগিতায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ছিল আলোচনাসভা, সাংস্কৃতিক পরিবেশনা, বইমেলা, হস্তশিল্প প্রদর্শনী এবং বিভিন্ন ধরনের খাবারের স্টল। পোষ্যপ্রেমীরা তাদের চারপেয়ে সঙ্গীদের নিয়ে এই আয়োজনে অংশ নেন এবং প্রাণীকল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কাড সোসাইটি ফর সোশ্যাল কমিউনিকেশন-এর প্রেসিডেন্ট ড. শতরূপা সান্যাল, তবলা. আইএনসি-এর প্রতিষ্ঠাতা বন্যা বোস এবং বিশিষ্ট পারকাশনিস্ট রাতুল শংকর। তাঁরা প্রাণীকল্যাণ, পোষ্যবান্ধব পরিকাঠামো, অ্যানিমাল-অ্যাসিস্টেড থেরাপি ও ক্যানাইন-অ্যাসিস্টেড থেরাপির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে বক্তারা রতন টাটার প্রাণীকল্যাণমূলক প্রচেষ্টার প্রশংসা করেন এবং টাটা ট্রাস্টস-এর মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তাঁর অবদান স্মরণ করেন। তাঁরা বলেন, প্রাণীদের প্রতি ভালোবাসা ও যত্নে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, 'আমাদের লক্ষ্য, পোষ্যপ্রেমীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রাণীকল্যাণে উৎসাহিত করা।' আই কমিউনিকেশনস-এর অ্যাডভাইজার সৌম্যজিৎ মহাপাত্র বলেন, 'এই আয়োজন কলকাতার পোষ্যপ্রেমীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে।'