শেষ আপডেট: 28th January 2025 20:55
দ্য ওয়াল ব্যুরো: এসএসকেএম হাসপাতাল ছেড়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চিকিৎসা করাতে পারবেন এক্কেবারে নিজের খরচে। তবে এই সিদ্ধান্তে ঝুঁকির দায়ভার পুরোপুরি প্রাক্তন শিক্ষামন্ত্রীকেই নিতে হবে বলে জানিয়েছেন বিচারক। সেই মতোই তাঁকে এসএসকেএম থেকে বের করা হচ্ছে। নিয়ে আসা হচ্ছে বাইপাসের ধারে বেসরকারী এক হাসপাতালে।
সরকারি হাসপাতালের প্রতি অসন্তোষ প্রকাশ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'এসএসকেএম-এ চিকিৎসা নিয়ে আমি সুস্থ হচ্ছি না।' তাই, তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে চান। তাঁর আইনজীবী বিশেষ সিবিআই আদালতে আবেদন করে জানান, পার্থ চট্টোপাধ্যায় চান এমন একটি হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হোক যেখানে সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব।
এই ঘটনাকে কেন্দ্র করে বিশেষ আদালত এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় ঠিক কী কী শারীরিক সমস্যার কারণে ভর্তি হয়েছিলেন এবং তাঁর উপর কী ধরনের চিকিৎসা করা হয়েছে, তার সমস্ত তথ্য-সহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এখন নজর রয়েছে, আদালতে এসএসকেএম কতটা নির্দিষ্ট ও বিস্তারিত রিপোর্ট পেশ করে।