শেষ আপডেট: 30th July 2024 17:16
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তন করা হয়েছে। বাড়ছে ওই লাইনের মেট্রোর সংখ্যা। আগামী ৫ আগস্ট থেতে 'ওরেঞ্জ' লাইনে অতিরিক্ত মেট্রো মিলবে।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত এতদিন আপ এবং ডাউন লাইন মিলিয়ে মোট ৪৮টি রেক চলতো। এবার তা বেড়ে দাঁড়াল ৭৪। ওই লাইনে এবার থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চলবে। শনিবারও মিলবে পরিবেষা।
এতদিন কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ৪ টে ৪০ মিনিটে শেষ মেট্রো পাওয়া যেত। এই সময় বাড়ানো হয়েছে। সোমবার থেকে শনিবার প্রতিদিন রাত ৮টা ওই লাইনে পর্যন্ত আপ ও ডাউনের মেট্রো মিলবে। রবিবার 'অরেঞ্জ' লাইনে কোনও মেট্রো চলবে না। আগের মতোই পরিবেষা পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। যাত্রী সংখ্যা বাড়াতেই এই সিদ্ধান্ত মেট্রো রেলের।
কলকাতা মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘অনেক দিন ধরেই অরেঞ্জ লাইনে পরিষেবা বাড়ানোর জন্য অনুরোধ আসছিল। ওই লাইনে বেশ কয়েকটি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম বাস। যাত্রীদের সুবিধার জন্যই পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"