শেষ আপডেট: 17th October 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো: কালীঘাটে মেট্রোর সামনে ঝাঁপ দিলেন যাত্রী। দুর্ভোগের শিকার অফিস ফেরত যাত্রীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটে। যার ফলে বিঘ্ন ঘটেছে মেট্রো পরিষেবায়। এখনও যা খবর, একদিকে টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত আর অন্য দিকে, ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে। মেট্রোর তরফে বলা হচ্ছে, এখনও দেহ উদ্ধার করা যায়নি।
থিক থিক করছিল ভিড়। কবি সুভাষগামী মেট্রোর সামনে সন্ধ্যা ৬টা নাগাদ আচমকা তার মধ্যে থেকে এক যাত্রী ঝাঁপ দেন বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনার জেরে টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
প্রসঙ্গত, দু'দিন আগেই দক্ষিণেশ্বর থেকে গিরীশপার্ক পর্যন্ত বন্ধ হয়েছিল মেট্রো পরিষেবা। মেট্রোর তরফে বলা হয়, থার্ড-রেলে বিদ্যুৎ সরবরাহ ব্যহত হয়েছে। তাই আপ লাইনে একাধিক ট্রেন থমকে আছে। সকাল পৌনে ৯টা নাগাদ মেট্রো বিভ্রাটের জেরে চরম দুর্ভোগে পড়ে অফিসযাত্রীরা।
আবার চলতি মাসের ১৪ তারিখ, সোমবার সেন্ট্রাল থেকে দমদম পর্যন্ত প্রায় ৩০ মিনিট মেট্রো পরিষেবা বন্ধ ছিল। দুপুর পৌনে ১২টা নাগাদ শোভাবাজার-সুতানুটি স্টেশনে এক ব্যক্তি লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সোমবারের পর এবার বৃহস্পতিবার ফের যাত্রীর ঝাঁপ দেওয়ায় ভোগান্তি বাড়ল যাত্রীদের।