শেষ আপডেট: 12th December 2024 21:04
দ্য ওয়াল ব্যুরো: বাসের রেষারেষি বন্ধে মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন পরিবহণ দফতরের কর্তারা। সেখানেই পথ দুর্ঘটনা রুখতে বেপরোয়া বাস চালকদের ওপর নজরদারির জন্য অ্যাপ আনা হবে বলে সিদ্ধান্ত হয়। এর নেপথ্যে গত নভেম্বরে সল্টলেকে দু’টি বাসের রেষারেষিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রের র্মান্তিক মৃত্যু।
বৈঠকের পর দু'দিনও কাটতে পারল না। আবারও শহরে রেষারেষির জেরে বাসের তলায় পিষে গেলেন পথচারী। দুর্ঘটনাটি আজ সন্ধে ৭টা ২৫ নাগাদ ঘটে। যা জানা যাচ্ছে, হাওড়া থেকে মধ্যমগ্রামগামী একটি বেসরকারি বাস মহাত্মা গান্ধী মোড়ে এক পথচারীকে পিষে দেয়। বাসের ড্রাইভার পলাতক। ইতিমধ্যেই ঘাতক বাসটিকে পুলিশ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে গেছে। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য রাস্তার যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
এদিনের দুর্ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ মোবাইল অ্যাপ চালু হলে কি বেপরোয়া চালকদের রেষারেষি ঠেকানো সম্ভব হবে? সে প্রশ্নের উত্তর তখনই মিলবে যখন অ্যাপ চালু হবে। পরিবহন কর্তারা অবশ্য বলছেন, এই অ্যাপের মাধ্যমে সরকারি ও বেসরকারি বাসের যাত্রাপথের পুঙ্খানুপুঙ্খ 'ঠিকুজি' জানতে পারবেন তাঁরা। কিন্তু আজকের দুর্ঘটনার পর অনেকেই মনে করছেন, চালকদের বোধোদয় না হলে কোনও অ্যাপেই কিছু হওয়ার নয়।
প্রসঙ্গত, বাসের রেষারেষি বন্ধে ইতিমধ্যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সরকার। শহরের সব রাস্তায় স্পিড ব্রেকার, সিসিটিভি নজরদারি, দুর্ঘটনাপ্রবণ এলাকায় বাড়তি ট্রাফিক পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার হুঁশিয়ারিও দিয়েছে রাজ্য। তার পরও আজকের এই দুর্ঘটনা ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।