শেষ আপডেট: 10th February 2025 15:00
বিগত কয়েক সপ্তাহ ধরে কলকাতায় একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। এবার একেবারে কলকাতা পুরসভার বিল্ডিং থেকেই এক সন্দেহভাজনকে আটক করা হল! ধৃত যুবক বাংলাদেশি বলে অনুমান করছে পুলিশ। যুবকের নাম রফিকুল ইসলাম। মেয়রের ঘরের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
সোমবার ওই যুবককে পুরসভায় মেয়র ফিরহাদ হাকিমের ঘরের আশেপাশেই ঘুরঘুর করতে দেখা যায়! সন্দেহ হওয়ায় তাঁকে পাকড়াও করে পুরসভার নিরাপত্তারক্ষীরা। তাঁর পাসপোর্টে নাম লেখা রফিকুল। কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ডে শফিকুল বিশ্বাস লেখা। এরপরই সন্দেহ বাড়ে তাঁদের। ওই সময়ে যুবক উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছিলেন মেয়রের ঘরের সামনে।
প্রথমে পুরসভার নিরাপত্তা রক্ষীরা তাঁকে দেখে কিছু প্রশ্ন করেন। যুবক দাবি করেন, তিনি দুবাই থেকে এসেছেন কলকাতায়। কিছু কাগজপত্র ভেরিফিকেশন করার জন্য পুরসভায় এসেছেন। কিন্তু এই সংক্রান্ত কোনও সঠিক তথ্য দেখাতে পারেননি যুবক। তারপরই তাঁকে আটক করা হয়।
এদিকে নিরাপত্তারক্ষীদের অনেকের যুবকের হাবভাব দেখে মনে হয়েছে তিনি খানিকটা মানসিকভাবে অসুস্থ। বর্তমানে নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হয়েছে ধৃতকে। সত্যিই তাঁর কোনও মানসিক সমস্যা রয়েছে নাকি, তিনিও একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, সে বিষয়ে খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।