শেষ আপডেট: 1st April 2024 11:48
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় অভিযুক্ত প্রোমোটার মহম্মদ ওয়াসিম এবং জমির মালিককে গ্রেফতার করেছিল পুলিশ। এবার এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হল। ধৃত ব্যক্তি ভেঙে পড়া বাড়িটিতে রাজমিস্ত্রির কাজ করছিলেন বলে খবর। এই নিয়ে গার্ডেনরিচের ঘটনায় গ্রেফতারির সংখ্যা হল ৩।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম শেখ রিপন। তিনি শুধু রাজমিস্ত্রির কাজ করছিলেন এমনটা নয়, তাঁর উপর অন্য শ্রমিকদের দেখাশোনার দায়িত্বও ছিল। গার্ডেনরিচের আজহার মোল্লা বাগান এলাকায় ঝুপড়ির উপর ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতলের একাংশ। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন বহু মানুষ। ওই ঘটনায় ১২ জনের মৃ্ত্যু হয়েছে।
গার্ডেনরিচের ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়েছে রাজ্য প্রশাসন। যে এলাকায় ওই ঘটনা ঘটেছে সেটি ববি হাকিমের নির্বাচন কেন্দ্র। ৩ ফুট গলির মধ্যে কীভাবে ৬ তলা বাড়ি উঠছিল সেটাই মূল প্রশ্ন। শুধু এই বাড়িটিই নয়, গত কয়েক বছরে গার্ডেনরিচ এলাকায় এরকম আরও বহুতল তৈরি হয়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে যে, এই বাড়ি তৈরির অনুমতি কে দিল? কে প্ল্যান অনুমোদন করল? আর অনুমোদিত প্ল্যানের বাইরে গিয়ে নির্মাণ হলে কেন পুরসভা আগেই ব্যবস্থা নিল না।
বহুতল ভেঙে পড়ার পর ঘটনাস্থলে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকা পরিদর্শন করে তিনি প্রশাসনকে নির্দেশ দেন প্রোমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া জন্য। তার পরই প্রোমোটার মহম্মদ ওয়াসিম এবং জমির মালিক মহম্মদ সরফরাজ ওরফে পাপ্পুকে গ্রেফতার করে পুলিশ।