শেষ আপডেট: 10th March 2025 18:45
দ্য ওয়াল ব্যুরো: চাকরি দেওয়ার নাম করে ডেকে এনে তরুণীকে ধর্ষণের অভিযোগ! কলকাতা থেকে গ্রেফতার হলেন এক প্রৌঢ়। দিল্লির বাসিন্দা এক তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি ভবানীপুর এলাকায় বলে জানা গেছে।
তরুণীর অভিযোগ, চাকরির প্রলোভন দেখিয়ে তাঁকে ডেকেছিলেন ৫৯ বছর বয়সি ওই ব্যক্তি। তাঁকে শরৎ বোস রোডের একটি হোটেলে যেতে বলেন। সেখানেই তাঁকে তিনি ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন তরুণী। তাঁর এও দাবি, ধর্ষণের পর তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন ওই ব্যক্তি। মুখ বন্ধ না রাখলে ক্ষতি করে দেওয়া হবে বলে ভয় দেখান।
পুলিশ জানতে পেরেছে, তরুণী কলকাতারই একটি পানশালায় কাজ করেন। তবে তিনি দিল্লির বাসিন্দা। তাঁকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিলেন অভিযুক্ত প্রৌঢ়। সেই কারণে সন্দেহ হয়নি তরুণীর। ভেবেছিলেন, হোটেলে কোনও কাজের আলোচনার জন্যই তাঁকে ডাকা হচ্ছে। সেখানে পৌঁছনোর পর কার্যত ফেঁসে যান।
তরুণীর অভিযোগের ভিত্তিতে প্রৌঢ়কে গ্রেফতার করা হলেও আদতে তিনি সত্যি বলছেন কিনা, তার জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। হোটেলের বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। জানা গেছে, ঘটনাটি গত ৭ মার্চের। সেদিন হোটেলে আদতে কী হয়েছিল, তাঁরা কখন ঢুকেছিলেন, কী অবস্থায় ছিলেন, তা জানতে তৎপর পুলিশ। ধৃতকে জেরা করে অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে আশা তদন্তকারীদের।