শেষ আপডেট: 27th May 2024 07:15
দ্য ওয়াল ব্যুরো: আয়লা কিংবা আমফানের মতো 'হাইভোল্টেজ' ঘূর্ণিঝড় না হলেও শক্তির প্রতিযোগিতায় রেমালও কিছু কম যায় না। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো, রবিবার রাতে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বাংলাদেশে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। যার তীব্র প্রভাব পড়েছে কলকাতায়। রাতভর ঝড়বৃষ্টিতে কার্যত লন্ডভন্ড তিলোত্তমা। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কলকাতা মৃত্যু হল এক যুবকের। ১০ নম্বর বিবির বাগান এলাকায় ঘটনাটি ঘটেছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাড়ির একাংশ ভেঙে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম মহম্মদ সাজিব। রাত ১১ টা নাগাদ ঝড়বৃষ্টির সময় বাইরে থাকা ছেলেকে ঘরে ফিরিয়ে গিয়ে বেঘোরে মৃত্যু হয়েছে ৪৮ বয়য়ি সাজিবের।
স্থানীয় সূত্রের খবর, এদিন রাতে সাজিবের ছেলে বন্ধুর বাড়িতে আইপিএলের ম্যাচ দেখতে গিয়েছিলেন। বাইরে প্রবল ঝড়বৃষ্টি শুরু হওয়ায় ছেলেকে ঘরে আনতে বেরোন সাজিব। কিন্তু পথে আচমকাই ঝড়ের দাপটে পড়ে ১০ নম্বর বিবির বাগানে একটি বাড়ির নিচে আশ্রয় নেন তিনি। তখনই ওই বাড়ির একাংশ তাঁর উপর এসে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটিতে শোকপ্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম।
এছাড়াও কলকাতার বিভিন্ন প্রান্তে বাড়ির একাংশ, পাঁচিল ভেঙে পড়ার খবর সামনে এসেছে। রবিবার সন্ধের পর থেকে শহরের বিভিন্ন প্রান্তে গাছ ভেঙে পড়তে শুরু করে। আলিপুর রোডের উপরেও একটি বট গাছের অংশ ভেঙে পড়ে। যার জেরে রাতে আলিপুর রোড কার্যত বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুরসভার কর্মীরা। দ্রুত গাছ কাটার প্রক্রিয়া শুরু করেন তাঁরা।