শেষ আপডেট: 19th January 2025 00:32
দ্য ওয়াল ব্যুরো: দিনেদুপুরে ফের শহরে ব্যবসায়ীর থেকে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ। এবার কলকাতার নারকেলডাঙায় এক ব্যবসায়ীর থেকে এক কোটি টাকা ছিনিয়ে নিল দুষ্কৃতী দল। জানা গেছে, ব্যবসায়ীর চোখে প্রথমে কিছু স্প্রে করা হয়। পরে ধারাল অস্ত্রের আঘাত করে তাঁর থেকে টাকা লুঠ করে চম্পট অভিযুক্তদের। ঘটনার তদন্ত শুরু করেছে নারকেল ডাঙ্গা থানার পুলিশ।
দিনকয়েক আগেই পুলিশ সেজে আয়কর আধিকারিকের গলার হার ছিনতাইয়ের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল ইএম বাইপাসে। এবার নারকেলডাঙায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে, ব্যবসায়ীর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
ইফতিকার আহমেদ খান নামে ওই ব্যবসায়ীর অভিযোগ, এদিন সকালে ব্যবসায়ী যখন কাজে যাচ্ছিলেন, তখন তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। দু'টি মোটর বাইকে করে আসে তারা।
৪২ বছর বয়সি ব্যবসায়ীর অভিযোগ, প্রথমেই তাঁর চোখে কিছু একটা স্প্রে করা হয়। পরে সবকিছু অস্পষ্ট হতেই তাঁর হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পরে তা বুঝতে পেরে ব্যবসায়ী বাধা দিলে ধারাল অস্ত্র দিয়ে তাঁকে মারা হয় বলে অভিযোগ।
এরপরই নারকেলডাঙা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে বেশ কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, দুষ্কৃতীরা আগে থেকেই টাকা হাতানোর পরিকল্পনা করেছিল। রেইকি করে গিয়েছিল। শনিবার সেই সুযোগ মিলতেই ঘটে যায় অঘটন। সাতসকালে জনবহুল রাস্তা থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন।