Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ার সৌভিককে শোকজ করল টিএমসিপি! পড়ুয়াদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করার অভিযোগজোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্ক
Bangladeshi Arrest in Kolkata

পুলিশকে অস্ত্রের কোপ! কলকাতায় গ্রেফতার এক বাংলাদেশি, ভারতে অনুপ্রবেশ ২০ বছর আগে

এই ঘটনার সঙ্গে কোনও বড়সড় চক্র থাকতে পারে, এই সন্দেহও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা মোবাইল এবং অন্যান্য নথিও খতিয়ে দেখা হচ্ছে। 

পুলিশকে অস্ত্রের কোপ! কলকাতায় গ্রেফতার এক বাংলাদেশি, ভারতে অনুপ্রবেশ ২০ বছর আগে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 12 June 2025 06:08

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় (Kolkata) পুলিশের ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা! ঘটনায় গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক (Bangladesh Person)। সূত্রের খবর, অবৈধভাবে বহু বছর ধরে ভারতে বাস করছিলেন তিনি। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ এবং আপাতত তিনি তাঁদের হেফাজতেই রয়েছেন।

গত শনিবারের ঘটনা। স্ট্র্যান্ড রোডে (Strand Road) কর্মরত দুই পুলিশকর্মীর ওপর হামলা চালায় ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, এলাকার এক ফুটপাতে লোহার রড হাতে ঘুরে বেড়াচ্ছিলেন ধৃত। আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁর হাত থেকে ওই রড কেড়ে নেন এক কনস্টেবল। এর কিছু পরেই স্থানীয় থাকা থেকে ডিউটি শেষ করে বেরিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন এএসআই। সেই সময়ই ওই বাংলাদেশি ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাঁদের ওপর।

ধৃত ব্যক্তির নাম সুলতান। তথ্য বলছে, ২০০৬ সালে বেনাপোল সীমান্ত (Benapole Border) পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন তিনি। এরপর শিয়ালদহ হয়ে কলকাতায় এসে ফুলের ব্যবসা শুরু করেন। এত বছর ধরে মল্লিকবাজারে ফুল বিক্রিই করছিলেন তিনি। তাঁকে পাকড়াও করে পুলিশ জানতে পেরেছে, বিগত প্রায় ২০ বছর ধরে ভারত থাকার পরও সুলতানের কাছে কোনও বৈধ কাগজপত্র নেই। না আছে কোনও বৈধ পরিচয়পত্র।

সুলতান যাদের ওপর হামলা চালিয়েছেন সেই দুই পুলিশকর্মী বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনায় ধস্তাধস্তি হওয়ায় সুলতান নিজেও আহত হয়েছেন। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নর্থ পোর্ট থানার পুলিশ সুলতানের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ থেকে শুরু করে অস্ত্র আইন, এমনকী সরকারি কর্মীর ওপর হামলার প্রেক্ষিতে মামলা দায়ের করেছে। প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি সর্বক্ষণ নেশা করে থাকেন। ঘটনার সময়ও নেশা করেই ছিলেন।  

তবে এই ঘটনার সঙ্গে কোনও বড়সড় চক্র থাকতে পারে, এই সন্দেহও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা মোবাইল এবং অন্যান্য নথিও খতিয়ে দেখা হচ্ছে। 


ভিডিও স্টোরি