শেষ আপডেট: 11th April 2025 15:31
দ্য ওয়াল ব্যুরো: রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে ঘরে আটকে রেখে দুই নাবালিকাকে যৌন হেনস্থা (Abuse) করার অভিযোগ! বেহালার সরশুনার (Sarsuna) এই ঘটনায় তোলপাড়। ইতিমধ্যে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে সরশুনা থানার পুলিশ (Sarsuna PS)। অন্য এক অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে।
ঘটনাটি বৃহস্পতিবার রাতের। বাড়ির কাছেই ১২ বছরের দুই কিশোরী খেলতে বেরিয়েছিল। অভিযোগ, সেই সময়ই তাদের দুজনকে টেনে নিয়ে যায় দুই যুবক। তারপর ঘরে আটকে রেখে যৌন নির্যাতন চালায়। বাড়ি থেকে বেরনোর পর অনেকক্ষণ হয়ে গেলেও কেউ না ফেরায় পরিবারের তরফে খোঁজ শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক পর স্থানীয় লোকজনরাই একটি ঘর থেকে দুজনকে উদ্ধার করে।
সরশুনার চন্দ্রপল্লী এলাকা থেকে এই ঘটনায় যুক্ত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর নাম সুখেন বলে জানা গেছে। তিনি ঠাকুরপুকুরের শশিভূষণ রোডের বাসিন্দা। পুলিশ জেনেছে, সুখেনের সঙ্গে কালু নামের আরও ব্যক্তি ছিল। সে এখন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ ছাড়াও কোনও সিসিটিভি ফুটেজ মেলে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যে পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। দুই নাবালিকার মধ্যে একজনের শরীরে মিলেছে কামড়ের দাগ। তবে কাউকে ধর্ষণ করা হয়েছে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ।