শেষ আপডেট: 18th February 2025 15:42
দ্য ওয়াল ব্যুরো: জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মুস্তাকিন সর্দার। কিন্তু সেই মামলার শুনানি পিছিয়ে গেল। নিম্ন আদালত থেকে মামলার সব নথি হাইকোর্টে এসে না পৌঁছনোয় মঙ্গলবার আপিল মামলার শুনানি পিছিয়ে যায়।
বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছে, মামলার সব নথির পেপার বুক তৈরি করতে আদালতে পেশ করতে হবে। ৬ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে গত ৫ অক্টোবর নবম শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। প্রতিবাদে উত্তাল হয় এলাকা। থানা ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই গ্রেফতার হয় মুস্তাকিন। পুলিশ সিট গঠন করে তদন্ত শুরু করে। ঘটনার ৬১ দিনের মাথায় মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত।
নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনায় বারুইপুর আদালত। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করে মামলা দায়ের হয় হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল।
হাইকোর্টে মুস্তাকিনের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল সম্পূর্ণ নির্দোষ। নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল। তার ফাঁসির সাজা যেন মকুব করা হোক। কিন্তু এ দিন নিম্ন আদালত থেকে সমস্ত কাগজ এসে না পৌঁছনোয় শুনানি সম্ভব হল না।