শেষ আপডেট: 9th December 2024 14:35
দ্য ওয়াল ব্যুরো: শহরের রাস্তায় ফের দেখা গেল অ্যাপ ক্যাব চালক এবং মালিক সংগঠনের মিছিল। ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে সোমবার এই মিছিল করেন তাঁরা। সাইনসিটি মোড় থেকে পরিবহন দফতর পর্যন্ত এই মিছিল হয়।
অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধির দাবি অনেকদিন ধরেই তোলা হচ্ছে। তবে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। সেই প্রেক্ষিতেই আরও জোরাল দাবিতে কলকাতার রাস্তায় মিছিল করল অ্যাপ ক্যাব চালক এবং মালিক সংগঠন। তাঁদের মূলত পাঁচটি দাবি। প্রথমত, ওলা-উবেরের ভাড়া বাড়াতে হবে। দ্বিতীয়ত, মা ফ্লাইওভারে গাড়ি খারাপ হয়ে গেলে ফাইন করার নির্দেশিকা তুলে নিতে হবে।
এর পাশাপাশি পুলিশের ওপরও ক্ষোভ উগরে দেন তাঁরা। সেই অনুযায়ী তাঁদের দাবি, রাস্তায় পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। এছাড়া স্টেশন চত্বরে দালালবাজিও বন্ধ করতে হবে। স্টেশনে গাড়ি রাখলে যাতে ফাইন না করা হয় সেই সিদ্ধান্তও নিতে হবে। একই সঙ্গে, ওলা, উবেরে কর্মরত যে সব বাইকগুলি সাদা নম্বর প্লেট নিয়ে এখনও যাত্রী পরিষেবা দিচ্ছে, তাদের আইডি ব্লক করতে হবে বলে দাবি জানানো হয়েছে।