শেষ আপডেট: 18th October 2024 17:43
দ্য ওয়াল ব্যুরো: টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ ও আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করাতে মরিয়া ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজ শিয়ালদহ আদালতে সেই আবেদনই করা হয়। কিন্তু দু'জনের কেউই টেস্ট করাতে সম্মতি দিলেন না।
গুজরাতের গান্ধীনগরে সন্দীপ ঘোষের নার্কো অ্যানালাইসিস টেস্ট করতে চেয়েছিল সিবিআই। আদালতে সিবিআই দাবি করেছিল, অপরাধে গভীর ষড়যন্ত্র থাকলে, এই টেস্ট সবটা উন্মোচনে সাহায্য করতে পারে বলে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই জানিয়েছে, এর আগে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল। দিল্লির সিএফএসএল-এর রিপোর্ট অনুযায়ী তাঁর বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অসঙ্গতি পাওয়া গিয়েছিল। তাই নার্কো অ্যানালাইসিস টেস্ট অপরাধের পিছনে কোনও বৃহত্তর ষড়যন্ত্র থাকলে সেটার উন্মোচনে সহায়ক হতে পারে। অভিযুক্ত সন্দীপ ঘোষের বক্তব্যের সত্যতা যাচাই করতে সহায়তা করবে।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে গত ১৫ সেপ্টেম্বর তাঁকে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার দেখায় সিবিআই।
পাশাপাশি সন্দীপের সঙ্গে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও। তারও অনেক অসঙ্গতি আছে। সেই জন্যই এই দুই টেস্টের বিশেষ প্রয়োজন আছে বলে মনে করেছিল সিবিআই।