Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Manoj Oraon BJP

বিধানসভার অধিবেশন পরিচালনার কাজে বাধা, সাসপেন্ড মনোজ ওঁরাও, ওয়াকআউট বিজেপির

মার্শাল দিয়ে তাঁকে হাউস থেকে বের করে দেওয়া হয়েছে। চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড থাকবেন তিনি।

বিধানসভার অধিবেশন পরিচালনার কাজে বাধা, সাসপেন্ড মনোজ ওঁরাও, ওয়াকআউট বিজেপির

মনোজ ওঁরাও

শেষ আপডেট: 16 June 2025 09:56

দ্য ওয়াল ব্যুরো: অধ্যক্ষের নির্দেশ না মানায় কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকে (Manoj Oraon) সাসপেন্ড (Suspend) করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। মার্শাল দিয়ে তাঁকে হাউস থেকে বের করে দেওয়া হয়েছে। চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড থাকবেন তিনি।

অভিযোগ, সোমবার কুমারগ্রামের বিজেপি বিধায়ক বিধানসভার কক্ষে স্লোগান তুলছিলেন। স্পিকার বারবার বারণ করার পরেও তিনি শোনেননি। যে কারণে তাঁকে সাসপেন্ড করে দেন স্পিকার। কক্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  জানা গিয়েছে, কেন্দ্রের বঞ্চনা নিয়ে কথা বলার কারণেই বিরোধিতা করতে থাকে বিজেপি। তারপরই হট্টগোল শুরু হয় বিধানসভা কক্ষে।

সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন তখন বিজেপির বেঞ্চ থেকে শিখা চট্টোপাধ্যায়, যিনি বিজেপি বিধায়ক এবং একসময়ের তৃণমূলনেত্রী, তিনি একটি মন্তব্য করেন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য থামিয়ে প্রত্যুত্তরে বলেন, বেশি কথা বলবেন না। আপনি কী করেন সবটাই আমি জানি। এই কথা শুনেই বিজেপির শঙ্কর ঘোষ-সহ অন্যান্য বিধায়করা প্রতিবাদ জানাতে থাকেন।

তাঁদের বক্তব্য এর আগের দিনও অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করেছিলেন। এরপরই কক্ষে হট্টগোল শুরু হয়। সঙ্গে চাকরিহারাদের সার্বিক একটা সমাধানের পথ খুঁজতে প্রস্তাব দেওয়া হয় কক্ষে। পাল্টা জানানো হয়, যেহেতু এটা বিচারাধীন বিষয়, তাই এই নিয়ে কোনও কথা শোনা হবে না। এর পরপরই ওয়েলের কাছে গিয়ে বিক্ষোভ, স্লোগান দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। যার মনোজ ওঁরাওকে সাসপেন্ড করে দেন অধ্যক্ষ। এরপরই প্রতিবাদে ওয়াকআউট করে বিধানসভার বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির বিধায়করা।


ভিডিও স্টোরি