শেষ আপডেট: 10th September 2024 00:06
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর হাসপাতালের ৫১ জন ডাক্তারের বিরুদ্ধে নোটিস জারি করল হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তাই নয় তাঁদের ১১ সেপ্টেম্বর এনকোয়ারি কমিটি তথা অনুসন্ধান কমিটির কাছে হাজিরার নির্দেশ দেওয়া হল। সেই সঙ্গে বলা হয়েছে, কমিটির অনুমতি ছাড়া হাসপাতালের ক্যাম্পাসে তাঁরা ঢুকতেও পারবেন না।
নোটিসে বলা হয়েছে, সোমবার হাসপাতালে স্পেশাল কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকে একাংশ চিকিৎসক ও ছাত্রের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। যাঁদের আচরণ হাসপাতালের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার পক্ষে অনুকূল নয়। কারণ তাঁরা আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছেন বলে অভিযোগ। এই কারণেই ৫১ জন চিকিৎসককে এনকোয়ারি কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ যে নোটিস দিয়েছে, তাতে দেখা যাচ্ছে ৫১ জনের মধ্যে ২০ জন হলেন হাউজ স্টাফ। দুজন সিনিয়র রেসিডেন্ট, একজন রিসার্চ সায়েন্টিস্ট, এগারো জন ইন্টার্ন। ওই নোটিসেই বলা হয়েছে, এই ৫১ জন ডাক্তার হাসপাতালের মধ্যে কোনও কার্যকলাপে আপাতত থাকতে পারবেন না। একমাত্র এনকোয়ারি কমিটি ডাকলে তবেই তাঁরা হাসপাতালে ঢুকতে পারবেন। নইলে ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রেও তাঁদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল।