শেষ আপডেট: 10th September 2024 14:46
দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্যভবনের কাছাকছি আসতেই ডাক্তারদের সঙ্গে মিছিলে যোগ দিলেন সেক্টর ফাইভের কর্মীরাও! হাতে জাতীয় পতাকা নিয়ে গলায় বিচারের স্লোগান তুলে বললেন 'উই ওয়ান্ট জাস্টিস'।
সুপ্রিম কোর্ট সোমবার জানিয়ে দিয়েছিল, মঙ্গলবার অর্থাৎ আজ বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থামিয়ে কাজে ফিরতে হবে। না হলে তাঁর সরকার শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতেই পারে। সর্বোচ্চ আদালতের ওই নির্দেশকে পরোয়া না করে পাল্টা ডেডলাইন বেঁধে দিলেন চিকিৎসকরা। তিন স্বাস্থ্য কর্তার পদত্যাগ-সহ পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবন অভিযানে নেমেছেন জুনিয়র ডাক্তাররা।
শুধু অফিস কর্মীরাই নন, সাধারণ মানুষও এই মিছিলে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে থেকেই কেউ কেউ স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে বলছেন, 'কোনও রোগীকে যদি স্ক্যান করার জন্য কোন্নগর থেকে কলকাতায় এনে পরিষেবা দিতে হয়, এর থেকেই বোঝা যায় স্বাস্থ্য পরিকাঠামো কতটা দুর্বল'।
'ঘুঘুর বাসা' ভাঙতে হাতে ঝাঁটা নিয়ে মিছিল করছেন জুনিয়র ডাক্তাররা। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে স্বাস্থ্যভবনের কর্তাদের প্রতীকী 'ব্রেন' উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, এ বার অন্তত মাথা খাটিয়ে কাজ করুক স্বাস্থ্য ভবন।
এর আগে লালবাজার অভিযানে তাঁদের হাতে ছিল কৃত্রিম মেরুদণ্ড। মঙ্গলবার তাঁদের হাতে কৃত্রিম মগজ। সূত্রের খবর, মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে টানা চার-পাঁচ দিন অবস্থান বিক্ষোভ চালিয়ে যেতে পারেন চিকিৎসকরা। সেই জন্য বায়ো টয়লেটের বন্দোবস্তও করা হচ্ছে বলে খবর।